রাজধানীর যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ এলাকার একটি বাসায় বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইয়াসিন (২৫) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টা দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
ইয়াসিনকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী শহীদ জাগো নিউজকে বলেন, ইয়াসিন পেশা ইলেকট্রিক মিস্ত্রি। আজ বিকেলে উত্তর যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়ক রোড এলাকার ১১৫/১ নম্বর বাসায় ফ্যান লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ইয়াসিনের মরদেহ ঢামেক হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কাজী আল-আমিন/এমএএইচ/এমএস