ফ্যানের সঙ্গে ঝুলছিল যুবকের মরদেহ, ফ্লোরে রক্তমাখা ছুরি

16 hours ago 6

খুলনায় মো. সোহেল রানা (৩২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের কপালে, হাতে ও পায়ে ছুরি দিয়ে কাটা ছিল। এছাড়া তার হাত ও পায়ের রগ কাটা ছিল বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৯ ফেব্রুয়ারি) খুলনার মৌলভীর দরগার এক বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত সোহেল রানা বরিশালের আশরাফ শেখের সন্তান।

নিহতের স্ত্রী শারমিন জানান, দুপুর থেকে বার বার সোহেলের মুঠোফোনে কল করে না পেয়ে মৌলভীর দরগা রোডের বাসায় যান আত্মীয়-স্বজনরা। দরজা না খুললে এক পর্যায়ে দরজা ভেঙে শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে সোহেলকে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

পুলিশ জানায়, ভিকটিমের কপালে, হাতে ও পায়ে ছুরি দিয়ে কাটার চিহ্ন রয়েছে। বাসার রান্নাঘরে, ডাইনিং রুমে এবং যেখানে মরদেহ ছিল সেখানে প্রচুর রক্ত পাওয়া যায়। ঘরের ফ্লোরে ও রান্নাঘরে রক্তমাখা ২টি ছুরি পাওয়া যায়।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনির উল গিয়াস বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মো. আরিফুর রহমান/কেএসআর

Read Entire Article