সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১০ ফেব্রুয়ারি ২০২৫

11 hours ago 5

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

শিশুদের সঙ্গে নিয়ে হজে যেতে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি

অনেকেই ছোট ছোট শিশুদের সঙ্গে নিয়ে হজে যান। কিন্তু চলতি বছর থেকে আর শিশুদের সঙ্গে নিয়ে হজে যাওয়া যাবে না। শিশুদের সঙ্গে নিয়ে হজে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। রোববার (৯ ফেব্রুয়ারি) দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

ট্রাম্পের নতুন বাণিজ্যনীতি: ইস্পাত-অ্যালুমিনিয়ামে ২৫ শতাংশ শুল্ক

যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষজ্ঞদের মতে, তার এই নতুন বাণিজ্যনীতিতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে কানাডার ওপর।

গাজা কিনে নিতে চান ট্রাম্প

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকাকে ‘ক্রয় ও মালিকানায় নেওয়ার’ পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। রোববার (৯ ফেব্রুয়ারি) এমন বিস্ফোরক মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি, অবরুদ্ধ এই ভূখণ্ডকে ‘বড় রিয়েল এস্টেট প্রকল্প’ হিসেবে দেখার পরামর্শ দিয়ে তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোকে গাজা পুনর্গঠনের দায়িত্ব দেওয়া যেতে পারে।

লন্ডনে স্টেশনের বাংলা নামে ব্রিটিশ এমপির ক্ষোভ, সমর্থন মাস্কের

লন্ডনের হোয়াইটচ্যাপেল স্টেশনে ইংরেজির পাশাপাশি বাংলা নামের সাইনবোর্ড দেখে ক্ষোভ জানিয়েছেন গ্রেট ইয়ারমাউথের এমপি রুপার্ট লোয়ি। তিনি বলেছেন, লন্ডনে সব স্টেশনের সাইনবোর্ডে অন্য কোনো ভাষা নয়, শুধু ইংরেজি থাকা উচিত। তার এমন বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক।

ভারতে সংখ্যালঘুবিরোধী ঘৃণামূলক বক্তব্য বেড়েছে ৭৪ শতাংশ

ভারতে ২০২৪ সালে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য বেড়েছে ৭৪ শতাংশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) ওয়াশিংটনভিত্তিক রিসার্চ গ্রুপ এ তথ্য জানিয়েছে। গত বছরের জাতীয় নির্বাচনকে ঘিরে এ ধরনের ঘৃণামূলক বক্তব্য বাড়ে উল্লেখযোগ্য হারে।

শ্রীলঙ্কায় দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয়ের জন্য বানরকে দুষলেন মন্ত্রী

শ্রীলঙ্কায় দেশব্যাপী বিদ্যুৎ বিপর্যয়ের পর ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ ফের চালু করা হচ্ছে। এই বিদ্যুৎ বিপর্যয়ের কারণে হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে জেনারেটরের ওপর নির্ভর করতে হয়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, পুরো দেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে আরও কয়েক ঘণ্টা লাগতে পারে। তবে হাসপাতাল ও পানি পরিশোধন কেন্দ্রগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

তিন জিম্মির বিনিময়ে ১৮৩ ফিলিস্তিনিকে মুক্তি দিলো ইসরায়েল

আরও তিনজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। বিনিময়ে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ১৮৩ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। মুক্তিপ্রাপ্ত ইসরায়েলিরা হলেন- এলি শারাবি, ওহাদ বেন আমি ও অর লেভি। শনিবার তাদের রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়। পরে তারা ইসরায়েলে নিজ নিজ পরিবারের সঙ্গে একত্রিত হন।

চীনে বিবাহ কমেছে ২০ শতাংশ, জন্মহার নিয়ে উদ্বেগ

চীনে ২০২৪ সালে বিবাহ কমেছে ২০ শতাংশ। যা দেশটির ইতিহাসে সবচেয়ে বড় পতন। তরুণ-তরুণীদের বিবাহ ও সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষ নানা ধরনের উৎসাহ দেওয়ার পরেও দেশটিতে এমন চিত্র সামনে এল।

সৌদি আরবের তুরাইফে তাপমাত্রা নামলো মাইনাসে

সৌদি আরবের উত্তরাঞ্চালীয় সীমান্ত এলাকা তুরাইফে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) জানিয়েছে, সেখানে মাইনাস দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সৌদি আরবে আরও কয়েক দিন এ ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। সেখানে তীব্র শীতের পাশাপাশি বরফ পড়তে পারে বলেও পূর্বাভাসে বলা হচ্ছে।

স্বামীর টাকায় সরকারি চাকরি, টিকে যেতেই ঘর ছাড়লেন স্ত্রী

পরীক্ষায় জালিয়াতির মাধ্যমে স্ত্রীকে সরকারি চাকরি পাইয়ে দিতে সাহায্য করেছিলেন স্বামী। কিন্তু চাকরি পাওয়ার পাঁচ মাসের মাথায় স্ত্রী তাকে ছেড়ে চলে যান এবং ‘বেকার’ বলে উপহাস করেন। তখন প্রতিশোধ নিতে পরীক্ষায় জালিয়াতির কথা ফাঁস করে দেন ভুক্তভোগী যুবক। আর তাতেই অনেক সাধের চাকরিটা হারাতে হয় ওই নারীকে। সম্প্রতি চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানে।

এসএএইচ/এমএস

Read Entire Article