গাজীপুরের কোনাবাড়ীতে একটি কারখানায় চোর সন্দেহে এক যুবককে (২৫) পিটিয়ে আহত করার জেরে বিক্ষোভ করছেন শ্রমিকরা। শনিবার (২৮ জুন) দুপুরে ওই এলাকায় গ্রিনল্যান্ড গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ করে।
এর আগে শুক্রবার রাত ৩টার দিকে কারখানার ভেতর ওই যুবককে চোর সন্দেহে পিটিয়ে আহত করা হয়।
পুলিশ, কারখানার শ্রমিক ও এলাকাবাসী জানায়, এলাকায় কাশিমপুর রোডের পাশে অবস্থিত গ্রিনল্যান্ড গার্মেন্টসের ভেতর শুক্রবারও দিবাগত রাত ৩টার দিকে এক যুবক প্রবেশ করে। এ সময় কারখানার লোকজন তাকে আটক করে হাত পা বেঁধে পিটিয়ে গুরুতর আহত করে। সকালে তার অবস্থার অবনতি হলে তাকে কারখানার লোকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে আইসিইউতে নেওয়া হয়। পিটুনিতে আহত ওই যুবক কারখানার শ্রমিক বলে জানাজানি হয়। পরে এ ঘটনার জের ধরে ওই কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে শ্রমিকরা কোনাবাড়ী বিসিক এলাকায় বিক্ষোভ করে। এসময় কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন আহমেদ জানান, চোর সন্দেহে এক যুবককে কারখানার লোকজন পিটিয়ে আহত করে। এ ঘটনার যে ধরে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
মো. আমিনুল ইসলাম/আরএইচ/এএসএম