গাজীপুরে ট্রাকচাপায় নারী শ্রমিকের মৃত্যু, মহাসড়ক অবরোধ

3 months ago 47

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাকচাপায় চম্পা বেগম (১৮) নামে এক নারী শ্রমিকের মৃত্যুর হয়েছে।

মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ৮টায় গাজীপুর মহানগরীর হারিকেন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদে তার সহকর্মী শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

নিহত চম্পা বেগম নেত্রকোনার হারারকান্দি গ্রামের মো. কাউসার মিয়ার স্ত্রী। তিনি হারিকেন এলাকায় ইন্টারলুপ বিডি কারখানার কাজ করতেন।

গাজীপুরে ট্রাকচাপায় নারী শ্রমিকের মৃত্যু, মহাসড়ক অবরোধ

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার কাজে যাওয়ার সময় হারিকেন বাসস্ট্যান্ড এলাকায় ওই নারী রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়৷ এতে ঘটনাস্থলেই ওই নারী শ্রমিক মারা যান। পরে আশপাশের কিছু শ্রমিক ও জনতা বিক্ষোভ করে মহাসড়ক অবরোধ করে৷ এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়ক বন্ধ থাকায় ওই উভয়দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় একটি গার্মেন্টেসের শ্রমিকের মৃত্যু হয়েছে। সকাল ১০টার দিকে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে ওই মহাসড়কে যান চলাচল শুরু হয়।

মো. আমিনুল ইসলাম/এমএন/এমএস

Read Entire Article