গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

1 month ago 22

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক রাখালিয়ালা এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (১৭ নভেম্বর) সকালে জয়দেবপুর-রাজশাহী রেললাইনে এ ঘটনা ঘটে।

নিহত নিতেন্দ্র চন্দ্র দাস (৩৫) সুনামগঞ্জের শাল্লা থানার আশুয়া এলাকার ভূষণ চন্দ্র দাসের ছেলে।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আজিবুর হোসেন ট্রেন দুর্ঘটনায় একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ জানায়, ময়মনসিংহের ভালুকায় একটি কারখানায় চাকরি করতেন নিতেন্দ্র চন্দ্র। কোনো কারণে শনিবার (১৬ নভেম্বর) রাতে তিনি গাজীপুরে আসেন। রোববার সকালে মৌচাক রাখালিয়াচালা এলাকায় জয়দেবপুর-রাজশাহী রেললাইনে তার মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে এলাকাবাসী রেলওয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

এসআই আজিবুর হোসেন বলেন, ধারণা করা হচ্ছে রাতের কোনো একসময় তিনি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান। এরপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আমিনুল ইসলাম/এসআর/এমএস

Read Entire Article