গাজীপুরে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ২

2 hours ago 4
গাজীপুরে রিকশা গ্যারেজ নিয়ে বিরোধের জেরে স্থানীয় আনোয়ার ও কামরুল ইসলাম কামু গ্রুপের সংঘর্ষের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বুধবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গাজীপুরের টঙ্গীর এরশাদনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। গ্রেপ্তারকৃতরা এজাহারভুক্ত বলে জানা গেছে। এ ছাড়া ওই মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, এজাহারভুক্ত ৩ নম্বর আসামি বিপ্লব (৩২) ও অপর আসামি সজীব হোসেন (২৬)। তাদেরকে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করেছে যৌথবাহিনী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিকশা গ্যারেজ নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার রাতের সংঘর্ষে টঙ্গীর এরশাদনগর এলাকার এক নম্বর ব্লকের হানিফ মিয়ার ছেলে হৃদয়কে (২৯) কুপিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। গুরুতর আহত হওয়ায় ওই দিন রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া আরও বেশ কয়েকজন আহত হন। আহতদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। টঙ্গী পূর্ব থানার ওসি কায়সার আহমেদ বলেন, রিকশা গ্যারেজ নিয়ে আধিপত্য বিস্তার কেন্দ্র করে টঙ্গীর এরশাদনগর এলাকার স্থানীয় দুটি চাঁদাবাজ গ্রুপ, আনোয়ার গ্রুপ ও কামরুল ইসলাম ওরফে কামু গ্রুপের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল। মঙ্গলবার রাতের সংঘর্ষে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কয়েক দফা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সংঘর্ষে উভয়পক্ষের কয়েকজন আহত হয়। এ ঘটনায় বুধবার রাতে যৌথ বাহিনী এরশাদনগর এলাকা ঘেরাও করে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। এ ছাড়া ওই ঘটনায় এজাহারনামীয় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রসঙ্গত, মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত সোয়া ১০টায় টঙ্গীর এরশাদনগরের চানকিরটেক এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। দুপক্ষের সংঘর্ষে গুলি, দেশীয় অস্ত্র ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
Read Entire Article