গাজীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

2 weeks ago 10

গাজীপুরের শ্রীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়া বাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তারা হলো, রায়হান (১০) ও মাহিম (৯)। রায়হান ওই গ্রামের শাহ্জাহান শিকদারের ছেলে ও মাহিন রজ্জব আলীর ছেলে।

রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য মনিরা পারভীন বলেন, ‘বাড়ির পাশের একটি পুকুরপাড়ে বসে খেলা করছিল রায়হান ও মাহিম। এসময় তারা পানিতে পড়ে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে স্বজনরা বাড়ির আশপাশসহ সম্ভাব্য স্থানে খোঁজ করতে থাকেন। এ সময় স্থানীয় কৃষক গরু আনতে গিয়ে পুকুর পাড়ে স্যান্ডেল ও খেলনা পরে থাকতে দেখে তার সন্দেহ হয়। পরে নিখোঁজ স্বজনদের বিষয়টি জানান। পরে ওই পুকুর থেকে রায়হান ও মাহিমের মরদেহ উদ্ধার করা হয়।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুরুজ্জামান জানান, খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ওই দুই শিশুর মৃত্যু হয়। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/জেআইএম

Read Entire Article