গাজীপুরের টঙ্গীতে জাবের অ্যান্ড জোবায়ের পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল পৌনে ১০টায় টঙ্গীর পাগার এলাকায় এ ঘটনা ঘটে। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
জানা যায়, জাবের অ্যান্ড জোবায়ের গ্রুপের ডাইং ল্যাপ সেকশনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। শ্রমিক ও ফায়ার সার্ভিসের কর্মীরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোনো শ্রমিক হতাহত হয়নি।
জাবের অ্যান্ড জোবায়ের পোশাক কারখানার প্রশাসনিক কর্মকর্তা কায়েস আহমেদ জানান, আগুন লাগার ৩০ মিনিটের মধ্যেই নিজস্ব ব্যবস্থাপনা ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। ক্ষয়ক্ষতি এখনো নিরূপণ করা হয়নি।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের ঘটনা ঘটেনি ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।