গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী গুলিবিদ্ধ

3 hours ago 1

গাজীপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক শিক্ষার্থীকে গুলি করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ওই শিক্ষার্থীর নাম মোবাশ্বির হোসাইন (২৬)।

তিনি জানান, গাজীপুরে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির পর তারা আহত ছাত্রদের দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। তার ডান হাতে গুলি লেগেছে।

তিনি জানিয়েছেন, ব্যক্তিগতভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এর আগে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে সন্ধ্যায় অপরিচিত নম্বর থেকে ফোন দিয়ে আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র প্রতিনিধি আটকের খবর দেওয়া হয়। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় এক সমন্বয়কসহ ছাত্র-জনতার ২০-৩০ জনের একটি দল সেখানে যায়।

পরে সেখানে তাদের ওপর হামলা চালানো হয়। এতে ১৫ জন আহত হন। এরমধ্যে গুরুতর আহত পাঁচজনকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শিক্ষার্থীরা জানান, পরিকল্পিতভাবে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন।

হামলার প্রতিবাদে রাতেই গাজীপুর মহানগরে বিক্ষোভ সমাবেশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

মো. আমিনুল ইসলাম/জেডএইচ/জেআইএম

Read Entire Article