গাজীপুরে শিক্ষককে মারধর, যুবদল নেতা বহিষ্কার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় এক শিক্ষককে ধরে এনে মারধরের ঘটনায় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম ওরফে রনিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তবে অভিযোগ উঠেছে, একই ধরনের অপরাধ করে বহালে রয়েছেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিপন আহমেদ ও যুবদল কর্মী রাকিব হাসান।
জানা গেছে, চন্দ্রা ত্রিমোড় এলাকার বঙ্গবন্ধু সরকারি বিদ্যালয়ের অফিসকক্ষে প্রধান শিক্ষক আনন্দ কুমার সাহার সঙ্গে সহকারী শিক্ষক বশির উদ্দিন গল্প করছিলেন। এ সময় কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিপন আহমেদ, যুবদল কর্মী রাকিব হাসানসহ কয়েকজন লাঠিসোঁটা নিয়ে বিদ্যালয়ের অফিসকক্ষে প্রবেশ করেন। তারা বশির উদ্দিনকে জোর করে বিদ্যালয়ের প্রধান ফটকে নিয়ে যান। সেখানে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম ওরফে রনির নেতৃত্বে কয়েকজন যুবদলকর্মী তাকে মারধর করেন। এ সময় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রিজভী আহমেদ শিক্ষককে উদ্ধার করতে গেলে তাকেও পিটিয়ে জখম করে হামলাকারীরা। পরে বিদ্যালয়ের দপ্তরিসহ আশপাশের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় রাতেই ভিকটিম শিক্ষকের স্ত্রী সিফাত-ই মনোয়ার বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা করেছেন। মামলায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করা হয়েছে।
এ দিকে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে রনিকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।
কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, শিক্ষককে মারধরের ঘটনায় কালিয়াকৈর থানায় একটি মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।