রাজধানীর অন্যতম ঐতিহ্যবাহী মিরপুর গাবতলী গবাদি পশুর হাটে বেচাকেনা জমে উঠেছে। প্রতি মিনিটে ৪-৫টা করে গরু মূল গেট দিয়ে বের হচ্ছে। হাসিল কাটার রুমের সামনেই অপেক্ষমাণ অনেক গরু। বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে এমন চিত্র দেখা গেছে।
বরিশাল থেকে আসা হানিফ ব্যাপারী জানান, ছোট এবং মাঝারি গরুগুলো দ্রুতই বিক্রি হচ্ছে। ১ লাখ থেকে ২ লাখের মধ্যে যে গরুগুলো সেগুলোর চাহিদা বেশি।
মিরপুর ১৩ থেকে এসেছেন বিল্লাল হোসেন। তিনি কোরবানি দেওয়ার জন্য একটি গরু কিনলেন ১ লাখ টাকায়।
মিরপুরের আরেক বাসিন্দা আবুল হোসেন বৃহস্পতিবার একটি গরু কিনলেন ১ লাখ ৬৭ হাজার টাকায়।

চিড়িয়াখানা রোড থেকে এসেছেন আফনান, বাবাকে সঙ্গে নিয়ে ১ লাখ ৭০ হাজার টাকা দিয়ে একটা লাল গরু কিনেছেন।
উপস্থিত ক্রেতা-দর্শনার্থীরা জানিয়েছেন, একক কোরবানি দেওয়ার জন্য ছোটো-মাঝারি গরুর চাহিদা বেশি। অংশীদার কোরবানি দাতারা এর চেয়ে বড় গরু খোঁজেন। দামে একেবারে ছোট গরু গুলোর ক্ষেত্রে একটু বেশি দেখা যাচ্ছে।
আবদুস সালাম নামের এক বিক্রেতা জানান, তুলনামূলকভাবে গরুর দাম অনেক কম। আমাদের টার্গেটের মধ্যে দাম বললে ছেড়ে দিচ্ছি। কারণ গুরুতো অনেক নিয়ে এসেছি, আরও আসবে। সব বিক্রি করে শেষ করতে হবে। সব গরুর ক্ষেত্রে টার্গেটও ফিলাপ হয় না অনেক সময়।
এসইউজে/এমআইএইচএস/এমএস

 4 months ago
                        12
                        4 months ago
                        12
                    








 English (US)  ·
                        English (US)  ·