গার্মেন্টসকর্মী থেকে প্রেসিডেন্ট

2 months ago 6
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী লি জে-মিয়ং বিজয়ী হয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী, পিপল পাওয়ার পার্টির কিম মুন-সু, পরাজয় মেনে নিয়ে লি-কে অভিনন্দন জানিয়েছেন।  কিম এক বিবৃতিতে বলেন, জনগণের সিদ্ধান্তকে আমি সম্মান করি এবং লি জে-মিয়ংকে তার জয়ের জন্য শুভকামনা জানাই। বিজয়ী ভাষণে লি জে-মিয়ং অর্থনীতির পুনরুদ্ধার ও কোরীয় উপদ্বীপে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, আমি দেশকে পুনর্গঠন করতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ও শান্তি নিশ্চিত করতে কাজ করব। একসময় গার্মেন্টসে কাজ করতেন লি জে-মিয়ং। তিন বছর আগে তিনি নির্বাচনে হেরেছিলেন এবং বর্তমানে তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি অভিযোগ রয়েছে। তবে এবার তিনি বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হন। অনেকে মনে করেন, সংকটময় এই সময়ে তিনিই দক্ষিণ কোরিয়াকে সঠিক পথে নিয়ে যেতে পারেন। ২০২৪ সালে এক সমাবেশে এক হামলাকারী লির গলায় ছুরি চালায়। হামলার উদ্দেশ্য ছিল তাকে হত্যা করে প্রেসিডেন্ট হওয়ার পথ বন্ধ করা। তবে বেঁচে ফিরে লি আবারও জনসমর্থনে জেগে ওঠেন। লি একসময় মেয়র ছিলেন সিউংনামের, সেখানেই তিনি দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় কুকুর মাংস বাজার বন্ধ করে দেন। এরপর গিয়ংগি প্রদেশের গভর্নর হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেন।
Read Entire Article