শিমুল বিশ্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন মনোয়ারুল কাদির বিটু

3 weeks ago 20

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও বিআইডব্লিউটিএর সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস হাসপাতালে চিকিৎসাধীন।

চিকিৎসকদের আন্তরিক সেবা ও আল্লাহ তায়ালার অশেষ রহমতে তার শারীরিক অবস্থার উন্নতি হলেও এখনো কিডনি ও ফুসফুসে কিছু জটিলতা রয়ে গেছে। ফলে সম্পূর্ণ সুস্থ হতে আরও কিছুটা সময় লাগতে পারে।

রোববার (২৪) শিমুল বিশ্বাসকে দেখতে হাসপাতালে যান শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট সহকারী অধ্যাপক ডা. আ. ন. ম. মনোয়ারুল কাদির বিটু।

শিমুল বিশ্বাস তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, উন্নত চিকিৎসা অব্যাহত রাখার স্বার্থে হাসপাতালে অযথা ভিড় না করার জন্য তিনি শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

এর আগে গত ২০ আগস্টও ডা. মনোয়ারুল কাদির বিটু শিমুল বিশ্বাসের চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে গিয়েছিলেন।

Read Entire Article