গুগল অ্যাসিস্ট্যান্ট পুরোপুরি সরাতে আরও সময় চায় গুগল

অ্যান্ড্রয়েড ফোন থেকে গুগল অ্যাসিস্ট্যান্ট সরিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী জেমিনি চালু করার সময়সীমা পিছিয়েছে টেক জায়ান্ট গুগল। আগের ঘোষণা অনুযায়ী, ২০২৫ সালের শেষের দিকে বেশিরভাগ অ্যান্ড্রয়েড ডিভাইসে অ্যাসিস্ট্যান্টের পরিবর্তে জেমিনি ডিফল্ট ডিজিটাল সহকারী হওয়ার কথা ছিল। তবে এখন গুগল জানিয়েছে, ব্যবহারকারীদের জন্যই এই সিদ্ধান্ত। গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড ডিভাইসে অ্যাসিস্ট্যান্ট থেকে জেমিনিতে রূপান্তরের আপডেট আগামী বছরও চলবে। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আগামী কয়েক মাসের মধ্যে জানানো হবে। ফলে ধারণা করা হচ্ছে, এই পরিবর্তন প্রক্রিয়া ২০২৬ সালের শুরুর পরও গড়াতে পারে। জেমিনি চালুর পর থেকেই গুগল অ্যাসিস্ট্যান্টের অবসান অনেকটাই প্রত্যাশিত ছিল। কারণ ধীরে ধীরে অ্যাসিস্ট্যান্টের বিভিন্ন সক্ষমতা-যেমন স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণ-জেমিনিতে যুক্ত করা হয়েছে। ২০২৪ সালে উন্মোচিত পিক্সেল ৯ সিরিজে জেমিনিকে ডিফল্ট সহকারী হিসেবেই চালু করে গুগল। এছাড়া গুগল এরই মধ্যে জানিয়েছে, ভবিষ্যতে ট্যাবলেট, গাড়ি এবং ফোনের সঙ্গে সংযুক্ত ডিভাইস-যেমন হেডফোন ও স্মার্টওয়াচ-সবখানেই জেমিনি যুক্

গুগল অ্যাসিস্ট্যান্ট পুরোপুরি সরাতে আরও সময় চায় গুগল

অ্যান্ড্রয়েড ফোন থেকে গুগল অ্যাসিস্ট্যান্ট সরিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী জেমিনি চালু করার সময়সীমা পিছিয়েছে টেক জায়ান্ট গুগল। আগের ঘোষণা অনুযায়ী, ২০২৫ সালের শেষের দিকে বেশিরভাগ অ্যান্ড্রয়েড ডিভাইসে অ্যাসিস্ট্যান্টের পরিবর্তে জেমিনি ডিফল্ট ডিজিটাল সহকারী হওয়ার কথা ছিল। তবে এখন গুগল জানিয়েছে, ব্যবহারকারীদের জন্যই এই সিদ্ধান্ত।

গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড ডিভাইসে অ্যাসিস্ট্যান্ট থেকে জেমিনিতে রূপান্তরের আপডেট আগামী বছরও চলবে। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আগামী কয়েক মাসের মধ্যে জানানো হবে। ফলে ধারণা করা হচ্ছে, এই পরিবর্তন প্রক্রিয়া ২০২৬ সালের শুরুর পরও গড়াতে পারে।

জেমিনি চালুর পর থেকেই গুগল অ্যাসিস্ট্যান্টের অবসান অনেকটাই প্রত্যাশিত ছিল। কারণ ধীরে ধীরে অ্যাসিস্ট্যান্টের বিভিন্ন সক্ষমতা-যেমন স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণ-জেমিনিতে যুক্ত করা হয়েছে। ২০২৪ সালে উন্মোচিত পিক্সেল ৯ সিরিজে জেমিনিকে ডিফল্ট সহকারী হিসেবেই চালু করে গুগল।

এছাড়া গুগল এরই মধ্যে জানিয়েছে, ভবিষ্যতে ট্যাবলেট, গাড়ি এবং ফোনের সঙ্গে সংযুক্ত ডিভাইস-যেমন হেডফোন ও স্মার্টওয়াচ-সবখানেই জেমিনি যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে এই আপগ্রেড পেতে হলে ডিভাইসকে অন্তত অ্যান্ড্রয়েড ১০ ভার্সনে চলতে হবে এবং ন্যূনতম ২ জিবি র‍্যাম থাকতে হবে।

গুগল অ্যাসিস্ট্যান্ট ২০১৬ সালের অক্টোবরে ওজি পিক্সেলের জন্য একটি এক্সক্লুসিভ অ্যাপ হিসেবে প্রথম উপলব্ধ হয়েছিল। আইফোন ৪এস-এ সিরি আত্মপ্রকাশের পাঁচ বছর পর। তারপরও গুগল অ্যাসিস্ট্যান্ট একাধিক পরীক্ষায় সিরি এবং অ্যালেক্সার মতো তার প্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে গেছে।

২০২১ সালের সর্বশেষ পরীক্ষায় দেখা গেছে যে গুগল অ্যাসিস্ট্যান্ট ৭৬.৫৭ শতাংশ সহজ প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, যেখানে অ্যালেক্সা এবং সিরি যথাক্রমে ৫৬.২৯ শতাংশ এবং ৪৭.২৯ শতাংশ স্কোর পেয়েছে। তবে এআইয়ের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারেনি গুগল অ্যাসিস্ট্যান্ট। যার জন্য হারাতে বসেছে নিজের অস্তিত্ব।

আরও পড়ুন
বন্ধ রাখুন ৩ সেটিংস, ব্যক্তিগত তথ্য জানবে না গুগল-ফেসবুক
জি-মেইলের বাল্ক মেইল পরিষ্কারের সহজ উপায়

সূত্র: এন গ্যাজেট

শাহজালাল/কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow