গুগল পিক্সেল ১০: ইন্টারনেট ছাড়াই চালানো যাবে হোয়াটসঅ্যাপ

4 days ago 16

স্মার্টফোন বাজারে নতুন উন্মাদনা সৃষ্টি করেছে গুগল। একাধিক স্মার্টফোন আনলো বাজারে আনলো টেক সংস্থা। পিক্সেল ১০, পিক্সেল ১০ প্রো, পিক্সেল ১০ প্রো এক্সএল এবং পিক্সেল ১০ প্রো ফোল্ড রয়েছে সেই তালিকায়। পিক্সেল ১০ প্রো ফোল্ড স্মার্টফোনের স্পেসিফিকেশন, ফিচার গ্রাহকদের আরও বেশি আকর্ষণ করছে।

এআই সাপোর্ট ছাড়াও এই ফোনে রয়েছে অসংখ্য নতুন ফিচার। যা স্মার্টফোনপ্রেমীদের এই ফোনের প্রতি আগ্রহ বাড়িয়ে তুলছে। সবচেয়ে চমকপ্রদ তথ্য হচ্ছে, এই ফোনে আপনি হোয়াটসআপ চ্যাট, অডিও-ভিডিও কল করতে পারবেন ইন্টারনেট ছাড়াই।

হ্যাঁ, ঠিকই শুনেছেন, ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ। মূলত স্যাটেলাইট নেটওয়ার্কের সহায়তায় এই ফোনে কাজ হবে বলেই জানিয়েছে গুগল। অর্থাৎ আপনি এমন কোনো জায়গায় আছেন যেখানে মোবাইল সিগন্যাল বা ওয়াই-ফাই সংযোগ নেই, সেখানে আপনি স্যাটেলাইট নেটওয়ার্কের সহায়তায় হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন। তবে এটি শুধু জরুরি মুহূর্তেই নয় ব্যবহার করা যাবে দৈনন্দিন ব্যবহারেও।

গুগলের মতে, হোয়াটসঅ্যাপে স্যাটেলাইট কলিং বর্তমানে শুধু নির্বাচিত কিছু নেটওয়ার্ক ক্যারিয়ারের সঙ্গে কাজ করবে। এছাড়াও এই ফিচার্সটি ব্যবহারের জন্য অতিরিক্ত চার্জও ধার্য করা হতে পারে।

অ্যাপল এরই মধ্যে আইফোনগুলোতে স্যাটেলাইট ফিচার অফার করেছে তবে এটি কেবল জরুরি টেক্সট মেসেজ পাঠানোর মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। তবে গুগলের এই পদক্ষেপ ব্যবহারকারীদের আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে, কারণ তারা সরাসরি হোয়াটসঅ্যাপে ভয়েস ও ভিডিও কলিং করতে পারবে। বিশেষ করে যেসব অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায় সেখানে এই ফিচার্সটি দারুণভাবে কাজে দেবে।

স্যাটেলাইট ভিত্তিক হোয়াটসঅ্যাপ কলিং ফিচার্সটি ২৮ অগাস্ট থেকে পাওয়া যাবে, এমনটাই গুগল তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডলে জানিয়েছে। একই দিন পিক্সেল ১০ সিরিজের ফোনগুলো প্রথমবারের মত বাজারে বিক্রি শুরু হবে বলে জানিয়েছে গুগল। এই গুগল পিক্সেলের ফোনে এই ফিচার্সটি সক্রিয় করার পরে ফোনের স্ট্যাটাস বারে একটি স্যাটেলাইট আইকন প্রদর্শিত হবে যা নির্দেশ করবে যে কলটি স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে করা হচ্ছে।

আরও পড়ুন

সূত্র: লাইভ মিন্ট

কেএসকে/এমএস

Read Entire Article