গুগল পের সুরক্ষা ব্যবস্থা কেমন?

2 months ago 4

গুগল পে হলো গুগলের তৈরি ডিজিটাল ওয়ালেট ও অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম। যার মাধ্যমে মুঠোফোন ব্যবহার করে খুব সহজে এবং দ্রুত টাকা লেনদেন করা যায়। এটি মূলত এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) বা ব্যাংক লিংকড পেমেন্ট প্রযুক্তির মাধ্যমে কাজ করে। বাংলাদেশে বর্তমানে শুধু সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা গুগল ওয়ালেটে যুক্ত হতে পারবেন।

গুগল পের মাধ্যমে যে কোনো ধরনের অনলাইন পেমেন্ট করতে পারবেন। যেমন- পণ্য কিনতে পারবেন, অনলাইনে কেনাকাটা করতে পারেন, বন্ধুদের টাকা পাঠাতে পারবেন কিংবা ইউটিলিটি বিলও দিতে পারবেন।

গুগল পের সুরক্ষা ব্যবস্থা কেমন?
গুগল পের অন্যতম বড় শক্তি এর নিরাপত্তা ব্যবস্থা। ব্যবহারকারীর তথ্য, কার্ডের ডেটা কিংবা ব্যালেন্স সবই থাকে এনক্রিপ্টেড ও ক্লাউড সুরক্ষিত। ফোন হারিয়ে গেলেও তথ্য অন্য কেউ পাবেন না। কারণ এতে আছে—
১. বায়োমেট্রিক অথেনটিকেশন (ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি) সিস্টেম
২. পিন কোডের মাধ্যমে সুরক্ষা
৩. রিয়েল-টাইম নোটিফিকেশন ও ট্রানজেকশন হিস্টোরির ব্যবস্থা।

আরও পড়ুন

সবচেয়ে বড় নিরাপত্তা সুবিধা হলো—গুগলের ফ্রড মনিটরিং সিস্টেম সব সময় সক্রিয় থাকে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ডিজিটাল পেমেন্ট নিয়মাবলি মেনে গুগল পে চালু করা হয়। ফলে এটি হবে সরকার অনুমোদিত এবং নিয়মতান্ত্রিক।

বাংলাদেশে কাদের জন্য সবচেয়ে উপযোগী?
১. যারা প্রতিনিয়ত অনলাইন কেনাকাটায় অভ্যস্ত
২. ছোট ও মাঝারি ব্যবসায়ী, যারা ক্যাশহীন পেমেন্টে আগ্রহী
৩. প্রবাসী রেমিটেন্স গ্রহীতা। কারণ বিদেশ থেকেও টাকা পাঠানো সহজ হবে
৪. ফ্রিল্যান্সার ও গিগ-ওয়ার্কারদের জন্যও এটি একটি কার্যকর মাধ্যম হয়ে উঠবে।

এসইউ/এমএস

Read Entire Article