গুগল ম্যাপ দেখে পথ হারিয়ে ছিনতাইকারীর কবলে ইরানি দম্পতি

3 months ago 8

গুগল ম্যাপে দেখানো পথ ধরে ঘুরতে গিয়ে ভুল রাস্তায় ঢুকে ছিনতাই ও মারধরের শিকার হয়েছেন এক ইরানি দম্পতি।

সোমবার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের দক্ষিণ ঘনিরামপুর রামপুরা এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে ছিনতাই হওয়া পাসপোর্ট, ডলার ও ঘড়িসহ ইরানি দম্পতিকে উদ্ধার করেন। পরে তাদের মূল্যবান জিনিসপত্রসহ নিরাপদে হোটেলে পৌঁছে দেওয়া হয়। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা ও তারাগঞ্জ থানা পুলিশ।

পাবনার কাজিরহাট-আরিচা নৌপথে ঈদযাত্রায় ৩০০ টাকা ভাড়া না মানায় স্পিডবোট সেবা বন্ধ করে

পুলিশ ও স্থানীয়রা জানান, ইরানি দম্পতি হোসেইন সেলিম রেজা (৬৪) ও ইয়াজদানজো ইয়াসমিন (৫৭) বাংলাদেশে বেড়াতে এসে একটি প্রাইভেটকার ভাড়া করে নিজেরাই গাড়ি চালিয়ে রংপুরের উদ্দেশে যাত্রা করেন। গুগল ম্যাপ অনুসরণ করে যাওয়ার সময় তারা রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের দক্ষিণ ঘনিরামপুর রামপুরা গ্রামে ভুলবশত ঢুকে পড়েন। সেখানে তারা স্থানীয়দের কাছে সাহায্য চাইলে কয়েকজন দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালিয়ে ডলার, মোবাইল ফোন, হাতঘড়ি ও পাসপোর্ট ছিনিয়ে নেয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। খবরটি তারাগঞ্জ সেনা ক্যাম্পে পৌঁছালে ক্যাম্প কমান্ডার মেজর সানিয়াত চৌধুরী সৃজনের নেতৃত্বে একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে ইরানি দম্পতিকে উদ্ধার করে।

এসময় ঘটনাস্থল অভিযুক্ত রশিদুল ইসলাম (৪২), মেরাজুল ইসলাম (৩৮), মনোয়ারা বেগম (৩৫) ও রাবেয়া বেগমকে (৪৫) আটকের পর ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করা হয়। পরে সেনাবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে ইরানি দম্পতিকে রংপুর পুলিশের কাছে হস্তান্তর করে এবং সেখান থেকে নিরাপদে হোটেলে পৌঁছে দেওয়া হয়।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ ফারুক সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, ছিনতাইয়ের ঘটনায় আটক চারজনকে সেনাবাহিনী পুলিশের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

জিতু কবীর/এমএন/জেআইএম

Read Entire Article