গুগল ম্যাপের যেসব ফিচার সম্পর্কে অনেকেই জানেন না

4 hours ago 5

গুগল ছাড়া এক মুহূর্তও কাটানো সম্ভব না। যখন যা কিছু জানতে চান এক ক্লিকেই সবকিছু হাজির ফোনের স্ত্রিনে। গুগলের জনপ্রিয় ফিচার গুগল ম্যাপ এখন পুরোবিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে। বিশ্বের কোনো শহর কিংবা রাস্তা এখন আর অচেনা নয়।

বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে গুগল ম্যাপস কেবল একটি নেভিগেশন টুল নয়, এটি আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। প্রায় ২ বিলিয়ন মানুষ প্রতিদিন তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য, কাছাকাছি স্থান খুঁজে বের করার জন্য এবং ভ্রমণ পরিকল্পনা করতে এই অ্যাপটি ব্যবহার করেন।

তবে গুগল ম্যাপের অনেক জানেন না। চলুন তেমন কিছু ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক-

>> অফলাইনে ম্যাপস ব্যবহার করা যায়। ইন্টারনেট না থাকলেও নির্দিষ্ট এলাকার ম্যাপ ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

>> রিয়েল-টাইম ট্রাফিক আপডেট করতে পারবেন। লাইভ ট্রাফিক তথ্য পেয়ে সবচেয়ে দ্রুত রুট খুঁজে নিতে পারেন গুগল ম্যাপের মাধ্যমেই।

>> ৩৬০-ডিগ্রি ভিউতে রাস্তা, দর্শনীয় স্থান এবং আশপাশ ঘুরে দেখতেও ব্যবহার করতে পারেন গুগল ম্যাপ।

>> ইনডোর ম্যাপস ব্যবহার করা যায়। শপিং মল, বিমানবন্দর এবং বড় ভবনের ভেতরে নেভিগেট করতে পারবেন গুগল ম্যাপের সাহায্যে।

>> দৈনন্দিন যাতায়াতের জন্য ব্যক্তিগত সুপারিশ এবং পাবলিক ট্রান্সপোর্ট অপশন পাবেন গুগল ম্যাপে।

>> টাইমলাইন ফিচারে আপনার যাতায়াতের ইতিহাস দেখতে পারবেন যদি আপনার কাছে থাকে গুগল ম্যাপ।

>> নিয়ারবাই এক্সপ্লোর করতে পারবেন। গুগল ম্যাপ থাকলে কাছাকাছি রেস্তোরাঁ, এটিএম, গ্যাস স্টেশন এবং দর্শনীয় স্থান খুঁজে বের করা আপনার কয়েক সেকেন্ডের কাজ!

>> ভ্রমণ পরিকল্পনা বা ব্যবসায়িক কাজের জন্য নিজস্ব কাস্টম ম্যাপ তৈরি করতে পারবেন গুগল ম্যাপ দিয়েই।

>> লাইভ ভিউ ব্যবহার করে এআর-ভিত্তিক হাঁটার নির্দেশনা পেতে পারেন গুগল ম্যাপ অন করলেই।

>> দুটি পয়েন্টের মধ্যে দূরত্ব বা নির্দিষ্ট এলাকার ক্ষেত্রফল পরিমাপ করা গুগল ম্যাপ থাকলে জলভাত!

>> রিয়েল-টাইম ট্রানজিট তথ্য পাবেন। বাস, ট্রেন এবং মেট্রোর সময়সূচী লাইভ আপডেটের মাধ্যমে চেক করতে পারবেন গুগল ম্যাপ থেকেই।

>> ভাষা অনুবাদ করতে পারবেন। বিদেশি ভাষায় স্থান নাম এবং নির্দেশনার জন্য ট্রান্সলেট ফিচার ব্যবহার করুন।

>> আবহাওয়ার তথ্য পাবেন। আপনার ভ্রমণের গন্তব্যের আবহাওয়ার তথ্য চেক করুন। সঠিক আবহাওয়া, তাপমাত্রা দেখে ঠিক পোশাক সঙ্গে নিয়ে ভ্রমণ করতে চাইলে দেখে নিন গুগল ম্যাপ।

>> লাইভ লোকেশন শেয়ার করতে পারবেন। নিরাপত্তা বা সুবিধার জন্য বন্ধু এবং পরিবারের সাথে আপনার লাইভ অবস্থান শেয়ার করুন। এতে কেউ আর হারাবেন না।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/এএসএম

Read Entire Article