গুগলে কম সময়ে প্রয়োজনীয় তথ্য জানার ৫ কার্যকর কৌশল
আজকের তথ্যনির্ভর পৃথিবীতে প্রশ্ন যতই জটিল হোক, উত্তর খোঁজার প্রথম ঠিকানাই গুগল। পড়াশোনা, ভ্রমণ, রান্না, স্বাস্থ্য, প্রযুক্তি— সব ক্ষেত্রেই মুহূর্তে উত্তর পেতে কোটি কোটি মানুষ প্রতিদিন ভরসা রাখেন এই সার্চ ইঞ্জিনের ওপর।
কিন্তু অনেক সময় অজস্র ফলাফলের ভিড়ে কাঙ্ক্ষিত তথ্য খুঁজে পেতে সময় নষ্ট হয়, দেখা দেয় বিভ্রান্তিও। অথচ কিছু সহজ কৌশল জানা থাকলে খুব অল্প সময়েই পাওয়া যায় সবচেয়ে নির্ভুল তথ্য। নিচে দেওয়া হলো গুগল সার্চ আরও দ্রুত ও কার্যকরভাবে ব্যবহার করার পাঁচটি সহজ উপায়।
নির্দিষ্ট বাক্যাংশ খোঁজ করা
কোনো বাক্য বা শব্দগুচ্ছ ঠিক যেমন আছে, তেমনভাবে খুঁজতে চাইলে সেটি উদ্ধৃতি চিহ্ন (“ ”) দিয়ে লিখতে হবে। যেমন “বেস্ট পিজ্জা ইন ঢাকা” লিখে সার্চ করলে গুগল কেবল এই নির্দিষ্ট বাক্যাংশযুক্ত ফলাফলই দেখাবে। এতে অপ্রাসঙ্গিক লিংক ঘাঁটাঘাঁটি না করে সরাসরি প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।
অপ্রাসঙ্গিক ফলাফল বাদ দেওয়া
কোনো শব্দ সার্চের ফল থেকে বাদ দিতে চাইলে শব্দটির পর মাইনাস (ফ্রুট-) চিহ্ন ব্যবহার করতে হবে। যেমন ‘অ্যাপল-’ লিখলে শুধু অ্যাপল প্রতিষ্ঠানের তথ্যই দেখাবে গুগল। ফল আপেল সংক্রান্ত কোনো তথ্য দেখা যাবে না সার্চ ফলাফলে। নির্দিষ্ট বিষয়ের তথ্য খোঁজার সময় এটি বেশ কার্যকর।
বাক্যের পুরো অংশ মনে না থাকলে
কোনো বাক্যের পুরো অংশ মনে না থাকলে সেখানে তারকা (*) চিহ্ন ব্যবহার করা যায়। যেমন ‘বেস্ট * প্লেস ইন বাংলাদেশ’ লিখলে গুগল ফাঁকা অংশটি নিজে থেকে পূরণ করে সম্ভাব্য ফলাফল দেখাবে। আংশিক তথ্য থেকে তথ্য খোঁজার জন্য এটি বেশ কার্যকর।
ফ্লাইট, আবহাওয়া ও খেলার ফলাফল জানা
নির্দিষ্ট উড়োজাহাজের অবস্থান, আবহাওয়া বা খেলার ফলাফল জানতে এখন আলাদা ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজন নেই। এ জন্য নির্দিষ্ট ফ্লাইটের নাম লিখে স্ট্যাটাস বা ঢাকা ওয়েদার শুধু লিখতে হবে।
নির্দিষ্ট ওয়েবসাইটের তথ্য অনুসন্ধান
শুধু একটি ওয়েবসাইটে তথ্য খুঁজতে চাইলে সার্চবারে লিখতে হবে ‘: সাইটের নাম ও কাঙ্ক্ষিত সার্চ কি–ওয়ার্ড’। এর ফলে পুরো ওয়েব না ঘেঁটে সরাসরি সেই ওয়েবসাইটে থাকা সব তথ্য দ্রুত জানা যাবে।
সূত্র : টেকলুসিভ

5 days ago
7









English (US) ·