পাকিস্তানে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৩ পুলিশ কর্মকর্তা নিহত

3 hours ago 7
পাকিস্তানের উত্তর-পশ্চিমে আফগান সীমান্তের কাছে খাইবার পাখতুনখাওয়ায় রাস্তার পাশে পুঁতে রাখা শক্তিশালী বোমার বিস্ফোরণে নগর পুলিশের প্রধানসহ (এসপি) তিন কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) প্রদেশটির হাঙ্গুতে ভয়াবহ এ ঘটনা ঘটে। খবর আরব নিউজ বোমা বিস্ফোরণের আগে সেখানকার স্থানীয় একটি থানায় হামলা হয়। নিহত কর্মকর্তারা তদন্তের জন্য সেখানে যাচ্ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তা আদম খান। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি দাবি করে বলেছেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। টিটিপি একটি সম্পূর্ণ আলাদা দল হলেও আফগানিস্তানের তালেবানের সঙ্গে তাদের যোগসূত্র আছে বলে অভিযোগ করে থাকে পাকিস্তান। আর আফগানিস্তানের তালেবান ২০২১ সালের আগস্টে মার্কিন ও ন্যাটো বাহিনী প্রত্যাহারের পর কাবুলে ক্ষমতায় ফিরে আসে। যদিও তালেবান প্রতিবারই এ দাবি প্রত্যাখ্যান করেছে। আফগান তালেবানের দাবি, তারা তাদের ভূখণ্ডে বিদেশি কোনো সংগঠনকে আশ্রয়-প্রশ্রয় দেয় না। তা সত্ত্বেও চলতি মাসের মাঝামাঝিতে আফগানিস্তানে হামলা চালায় পাকিস্তান। এ সময় দেশটির রাজধানী কাবুলকে লক্ষ্যবস্তু করা হয়। এর আগে শুক্রবার সকালে খাইবার পাখতুনখাওয়ার ট্যাংক বিভাগে টিটিপির সন্ত্রাসীদের একটি গোপন আস্তানায় অভিযান চালায় পাকিস্তানের সেনাবাহিনী। এই অভিযানে ৮ ‘ভারতীয় মদদপুষ্ট’ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। টানা কয়েক দিন ভয়াবহ সংঘর্ষের পর আফগানিস্তান ও পাকিস্তান কাতারের মধ্যস্থতায় আলোচনায় বসেছে। তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশ আগামীকাল দ্বিতীয়বারের মতো আলোচনায় বসবে। তার এক দিন আগেই পুলিশকে লক্ষ্য করে এই ভয়াবহ হামলা হয়েছে। সূত্র : আরব নিউজ
Read Entire Article