রোমে ১৬ বাংলাদেশির অমানবিক বসবাস, মালিকের বিরুদ্ধে মামলা

12 hours ago 10

ইতালির রাজধানী রোমের ভিক্টোরিয়া এলাকায় পুলিশের অভিযানে একটি অবৈধ মেস থেকে অমানবিক পরিবেশে বসবাসকারী ১৬ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, মাত্র তিনটি রুম ও একটি বাথরুমে গাদাগাদি করে বসবাস করছিলেন তারা।

স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে দুর্গন্ধ ও সন্দেহজনক কার্যকলাপের অভিযোগ পেয়ে পুলিশ ফ্ল্যাটটিতে অভিযান চালায়। 

অভিযানে দেখা যায়, প্রতিটি বিছানার জন্য মাসে ১৭০ ইউরো বা দিনে ১০ ইউরো করে ভাড়া নেওয়া হতো। এ ছাড়া স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বাইরে থেকে একজন প্রতিদিন এসে রান্না করতেন, যা পরিবেশকে আরও অস্বাস্থ্যকর করে তোলে।

পুলিশ পুরো ফ্ল্যাটটি বাজেয়াপ্ত করেছে এবং তিন বাংলাদেশি মালিকের বিরুদ্ধে অবৈধ ভাড়া, স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও নিরাপত্তা হুমকির অভিযোগে মামলা করেছে।

এই অভিযান ভিক্টোরিয়ার এসকুইলিনো অঞ্চলে অবৈধ মেস ও অপরাধমূলক কার্যকলাপ দমনের বৃহৎ পরিকল্পনার অংশ বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

প্রবাসী কমিউনিটি মনে করছে, অসাধু মুনাফালোভী কিছু ব্যক্তি নতুন অভিবাসীদের বিপদে ফেলছে। এ ধরনের কার্যক্রমে প্রবাসে দেশের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। তাই প্রশাসনের কাছে অবৈধ মেসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও নিয়মিত নজরদারির আহ্বান জানিয়েছেন তারা।

নিরাপদ, বৈধ ও স্বাস্থ্যকর বাসস্থানের জন্য সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।

Read Entire Article