গুগলের থেকে ক্রোমকে কেন আলাদা করতে যায় আমেরিকা?

2 months ago 31

গুগলে যখন যা খুশি সার্চ করছেন। যখন যা খুশি জানতে ইচ্ছা করছে জেনে নিতে পারছেন মুহূর্তের মধ্যেই। গুগলের সেরা ব্রাউজার গুগল ক্রোম। গুগল ছাড়াও অসংখ্য সার্চ ইঞ্জিন রয়েছে। তবে সেগুলোর ব্যবহার খুবই সীমিত। তবে মার্কিন যুক্তরাষ্ট্র গুগল থেকে ক্রোমকে আলাদা করতে চাইছে।

গলের এই একচ্ছত্র আধিপত্য আর ভাল চোখে দেখছে না মার্কিং যুক্তরাষ্ট্রের সরকার। সেই কারণে এক বিরাট সিদ্ধান্ত উপনীত হয়েছে তারা।

মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিস প্রস্তাব এনেছে গুগলের থেকে ক্রোমকে আলাদা করে দেওয়ার। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার এক বিচারককে বলেছে তিনি যেন গুগলের থেকে ক্রোমকে আলাদা করে বিক্রি করে দেওয়ার নির্দেশ জারি করেন। অর্থাৎ গুগল কর্তৃপক্ষকে তাদের ক্রোম ওয়েব ব্রাউজার বিক্রি করার কথা বলা হয়েছে মার্কিং সরকারের পক্ষ থেকে।

মূলত গুগলের একচ্ছত্র আধিপত্য কমাতেই মার্কিনিরা এমন সিদ্ধান্ত নিয়েছে। গত আগস্টে কলম্বিয়া ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক অজয় মেহতা একটু যুগান্তকারী রায়দান করেছিলেন। গুগলের উদ্দেশ্যে একচেটিয়া ব্যবসা করা এবং অন্যান্য কোনো সংস্থাকেই সুযোগ না দেওয়ার গুরুতর অভিযোগ এনে দৃষ্টান্ত সৃষ্টি করেছিলেন তিনি।

বিগত কয়েক বছরের একাধিক নামিদামি প্রযুক্তি সংস্থার বিরুদ্ধে ‘একচ্ছত্র আধিপত্য’-এর অভিযোগ এনে তাদের কাঠগড়ায় দাঁড় করিয়েছে মার্কিং যুক্তরাষ্ট্র সরকার। সেই তালিকায় অ্যামাজন, মেটার মতো নাম রয়েছে গুগলেরও। এইসব সংস্থার বিরুদ্ধে অভিযোগ, ব্যবসায় একাধিপত্য রয়েছে সংস্থাগুলোর। এর পাশাপাশি অন্যান্য সংস্থার জন্য বাজারে ব্যবসার জায়গাই ছাড়ে না এই বড় বড় টেক জায়ান্টগুলো।

এর আগে ২০২০ সালে ডিপার্টমেন্ট অব জাস্টিস এবং বেশ কিছু মার্কিন যুক্তরাষ্ট্রের রাজ্য গুগলের বিরুদ্ধে আইনি পদক্ষেপও নিয়েছিল। অভিযোগ ছিল গুগল স্মার্টফোন এবং ওয়েব ব্রাউজারের সার্চের ক্ষেত্রে নিজেদের আধিপত্য এবং একচ্ছত্র ব্যবসা করার জন্য অ্যাপেল এবং স্যামসাংয়ের মতো সংস্থার পেছনে কোটি কোটি টাকাও ব্যয় করেছে, একথাই বলা হয়েছিল। এরপরই এ বছর বিচারক মেহেতার রায় প্রকাশ্যে আসে।

আরও পড়ুন

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

কেএসকে/এমএস

Read Entire Article