গুজরাট টাইটান্সকে ১৫৬ রানের লক্ষ্য দিল মুম্বাই

3 months ago 93

রোহিত শর্মার ব্যাট জ্বলে উঠলো না, মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোরও খুব একটা বড় হলো না। আইপিএলে শীর্ষে ওঠার লড়াইয়ে মুখোমুখি গুজরাট টাইটান্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স। জিতলেও টপে। এমন সুযোগ হাতছাড়া করতে চায় না কেউ।

কিন্তু টস হেরে ব্যাট করতে নেমে সেই সুযোগটা কমিয়ে ফেলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। গুজরাট ব্যাটারদের সামনে বড় কোনো চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেনি। তবুও, বোলাররা যদি দারুণ কিছু করে দেখাতে পারে, তাহলে হয়তো জিতেও যেতে পারে মুম্বাই।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় গুজরাট। আমন্ত্রিত হয়ে ব্যাট করতে নেমে স্বাগতিক মুম্বাই শুরু থেকেই ব্যাকফুটে। দুই ওপেনার রায়ান রিকেলটন ও রোহিত শর্মাকে হারায় তারা ২৬ রানের মধ্যে।

২ রান করেন রায়ান রিকেলটন এবং রোহিত শর্মা করেন ৭ রান। তবে উইল জ্যাকস ও সূর্যকুমার যাদব মিলে ভালোই জুটি গড়েছিলেন। তাদের ৭১ রানের জুটিতে সূর্যকুমার যাদবের অবদান ২৪ বলে ৩৫ রান।

৩৫ বলে সর্বোচ্চ ৫৩ রান করেন উইল জ্যাকস। শেষ দিকে করবিন বোস ২২ বলে করেন ২৭ রান। বাকি ব্যাটাররা দাঁড়াতেই পারেনি গুজরাট বোলারদের সামনে। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান করতে সক্ষম হয় মুম্বাই ইন্ডিয়ান্স।

আইএইচএস/

Read Entire Article