‘গুটিকয় ব্যবসায়ীর কাছে বাজার জিম্মি থাকবে না’

1 month ago 32

অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, আমরা বাণিজ্য বেশি সংখ্যক মানুষের সংযোগ বাড়াতে চাই। এর মাধ্যমে বাজারে সরবারহ বাড়বে। গুটিকয়েক ব্যবসায়ীর কাছে বাজার জিম্মি থাকবে না এবং সরবারাহে কোনো কৃত্রিম সংকট তৈরি করতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউসে সার্বিক বাজার পরিস্থিতি, টিসিবির পণ্য বিতরণের সার্বিক কার্যক্রম ও দ্রব্যমূল্য নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, বাজারে পণ্য সরবরাহে কোনো কৃত্রিম সংকট তৈরি করতে দেওয়া হবে না। এসময় উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়ে চাহিদা ও জোগানে ভারসাম্য ফিরিয়ে আনার উপরেও গুরুত্বারোপ করেন এ উপদেষ্টা।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে বাণিজ্য উপদেষ্টা বলেন, পুরোনো কাঠামো পরিবর্তন করতে হবে। লেনদেন পক্রিয়ায় আধুনিকায়নের প্রয়োজন। এ ব্যবস্থার মধ্যমে লেনদেনে স্বচ্ছতা আসবে। কাউকে অপরাধী হিসেবে পরিচিত করা আমাদের উদ্দেশ্য নয়। পাইকারি থেকে খুচরা সব পর্যায়ে ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ করতে হবে। কোনো অস্বচ্ছতা রেখে বাজার অস্থিতিশীল করতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, আমাদের কাছে তথ্য আসছে খাতুনগঞ্জে ডিও ও এসও বিক্রি হচ্ছে। বাণিজ্য এখন ভার্চুয়ালি হচ্ছে, পণ্য সরবরাহ হচ্ছে না। শুধু ডিও বিক্রি করে লাভবান হওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীদের এটা থেকে বেরিয়ে আসতে হবে।

সভায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম জানিয়েছেন, গত ২ মাসে চট্টগ্রাম বিভাগে স্টেক হোল্ডারদের সাথে ৬১ টি মতবিনিময় সভা চার শতাধিক ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা হয়েছে। এসব অভিযানে ৪৮ লাখ টাকা জরিমানা আদায় হয়েছে।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আলীম আখতার খান, টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবাল, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ এবং ছাত্র প্রতিনিধি জোবায়েরুল আলম বারী বক্তব্য রাখেন।

এসময় সভায় চট্টগ্রাম বিভাগের জেলা প্রশাসক, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Read Entire Article