গুম-খুনে জড়িতদের বিচারের মুখোমুখি করতে হবে : খন্দকার এনাম 

3 hours ago 3
‘ক্ষমতাচ্যুত’ আওয়ামী সরকারের আমলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হত্যা, গুম, ক্রসফায়ারের সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম। বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর চকবাজারে ঢাকা শিক্ষা বোর্ডের নিকটস্থ হাজি সিরাজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে থানাধীন ২৮ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রতি এ দাবি জানান তিনি। খন্দকার এনাম বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে সবার আগে বিগত দিনে বিচার বহির্ভূতভাবে যেসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেগুলোর বিচার করতে হবে। আমরা চাই, এ দেশে আর যেন কোনো মায়ের সন্তান হারিয়ে না যায়। মায়ের সামনে থেকে সন্তানকে ধরে নিয়ে যেন ক্রসফায়ারে দেওয়া না হয়। আর যেন মিথ্যা মামলায় বিনা বিচারে বছরের পর বছর জেল খাটতে না হয় কাউকে। প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে যদি বিচারের মুখোমুখি করা হয়, তাহলে আর কখনো এ রকম দুঃশাসনের সৃষ্টি হবে না। রাষ্ট্র ক্ষমতায় থেকে কেউ আর এই রকম জঘন্য কাজ করতে পারবে না। তিনি বলেন, আগামীতে জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে, মানুষের সকল মৌলিক অধিকার নিশ্চিত হবে। এ দেশে আর কখনো দিনের ভোট রাতে হবে না, বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ড সংঘটিত হবে না। প্রধানমন্ত্রীও জবাবদিহিতার মুখোমুখি হবেন। তারেক রহমান বাংলাদেশের শাসক নয়, বাংলাদেশের জনগণের সেবক হতে চান। তিনি জনগণের সেবা করে, তাদের মন জয় করতে চান। আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সকল মহতী কাজের সহযাত্রী হয়ে থাকব ইনশাআল্লাহ। ২৮ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাদিম হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব রাকিবুল হাসান বাবুর সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ গাফফার, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু, মো. মুকিত হোসাইন, দপ্তর সম্পাদক মো. শাহাজাহান চৌধুরী প্রমুখ।
Read Entire Article