কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পিকআপের ধাক্কায় রৌশনা বেগম নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার শশীদল ইউনিয়নের দেউস এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রৌশনা বেগম (৭৫) ওই এলাকার মৃত সাজন আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয় বৃদ্ধা রৌশনা বেগম সড়কের পাশ দিয়ে হেঁটে মেয়ের বাড়ি যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে ছুটে আসা একটি পিকআপ তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পুত্রবধূ সুরাইয়া বেগম বলেন, ‘দুপুরে খাওয়ার পর আমাদের বাড়ির কাছাকাছি তার মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে পিকআপের ধাক্কায় আমার শ্বাশুড়ি মাথায়, বুকে ও হাতে প্রচণ্ড আঘাত পান। এ ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. উম্মে সালমা মৌ কালবেলাকে বলেন, হাসপাতালে আনার আগেই বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধার মাথার পেছনে, বুকে ও হাতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. দেলোয়ার হোসেন কালবেলাকে বলেন, উপজেলার শশীদল ইউনিয়নের দেউস এলাকায় পিকআপের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের বয়স বেশি থাকায় মানবিক দিক বিবেচনা করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।