গুমের ঘটনাগুলো স্থান পাবে গণভবনের জাদুঘরে : প্রেস সচিব

3 months ago 12

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্যাতন ও গুমের ঘটনাগুলোর বিস্তারিত গণভবনের হরর মিউজিয়ামে তুলে ধরা হবে।

বুধবার (০৪ জুন) দুপুরে রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘র‍্যাবের ইন্টিলিজেন্স ভয়াবহ কিলার ও হত্যাকারী দল ছিল বলে জানিয়েছে গুম কমিশন। র‍্যাবের সদস্যরা পদোন্নতি ও ভালো পোস্টিংয়ের জন্য গুম ও খুনের সঙ্গে জড়াতো।

তিনি বলেন, আপনার জানানে গণভবনে একটা জাদুঘর করা হচ্ছে, সেখানে এই বিষয়গুলো থাকবে। গণঅভ্যুত্থানের যে জাদুঘর হচ্ছে, সেখানে একটা অংশেই এই ভয়ংকর বিষয়গুলো তুলে ধরে হবে। 

তিনি বলেন, পুলিশের অনেকে পিপিএম, বিপিএম পদক, ভালো পোস্টিং পাওয়ার জন্য পুলিশের অনেকে গুমের সঙ্গে জড়িত হয়েছেন। অনেকে এসব করতেও চাননি। কেউ কেউ সরাসরি জানিয়েছেন, এরকম একটা চিঠি গণভবনে আবিষ্কার করা হয়েছে। হয়তবা গণভবনে চিঠি দিয়েছিল আমরা এই কাজ করতে চাচ্ছি না।

বৃহস্পতিবার (০৪ জুন) থেকে গুম কমিশনের প্রতিবেদনের ৭টি অধ্যায় প্রকাশ করা হবে। প্রতিদিন দুটি অধ্যায় প্রকাশ করার ইচ্ছা রয়েছে। 

Read Entire Article