গুমের শিকার পারভেজের মেয়ের আকুতিতে কাঁদলেন তারেক রহমান

2 months ago 7

গুমের শিকার বাবাকে জড়িয়ে ধরতে এক কিশোরীর আকুতি শুনে কেঁদে ফেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

মঙ্গলবার (০১ জুলাই) জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবারের সম্মানে বিএনপি আয়োজিত বিশেষ আলোচনা সভায় এমন দৃশ্যের অবতারণা ঘটে। 

‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক এ অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হন তারেক রহমান। এ অনুষ্ঠানে নিজের আকুতি তুলে ধরেন, আওয়ামী লীগের শাসনামলে ২০১৩ সালের ডিসেম্বরে গুম হওয়া বংশাল থানা ছাত্রদল নেতা পারভেজ হোসেনের কিশোরী মেয়ে আদিবা ইসলাম হৃদি জানান, বাবাকে দেখে না সে অনেক বছর। তার ছোট্ট ভাইটিও দেখতে পায় না বাবাকে। এখন তার একটাই প্রশ্ন, সে আর তার ভাই তাদের বাবাকে আর কোনোদিন জড়িয়ে ধরতে পারবে কি না? 

তার কান্নাভেজা এমন প্রশ্নে থমকে যায় পুরো সম্মেলন কেন্দ্র। অনেকের সঙ্গে এ সময় চোখের জল ধরে রাখতে পারেননি তারেক রহমানও। হৃদির বক্তব্যের পুরোটা সময় জায়ান্ট স্ক্রিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে চশমার ফাঁক দিয়ে বারবার চোখ মুছতে দেখা যায়। বাবাকে ফেরত পেতে এই মুহূর্তে হৃদির জন্য কিছু করতে না পারলেও চোখ থেকে জল ফেলে কষ্ট ভাগাভাগি করেন তার সঙ্গে। 

সভায় হৃদি ছাড়াও সারা দেশ থেকে আসা নির্যাতিত ব্যক্তি ও তাদের স্বজনরা কষ্ট ও ভোগান্তির গল্পগুলো তুলে ধরেন। তারা জানান, স্বজন হারানোর বেদনার সঙ্গে আর্থিক টানাপড়েন, সন্তান আর তার ভবিষ্যতের চিন্তা তাড়িয়ে বেড়াচ্ছে ভুক্তভোগীদের। 

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের বাবা শুধু নিজের সন্তানের কথাই বলেননি, তুলে ধরেন অন্য শহীদদের অভিভাবকের কষ্টও। রাষ্ট্রের কাছে শহীদ পরিবারগুলোর দাবি, বিচারের মুখোমুখি করা হোক নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের।

Read Entire Article