গুমের শিকার হওয়া মাইকেল চাকমা ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিলেন

3 weeks ago 21

আওয়ামী লীগ সরকারের শাসন আমলে গুমের শিকার হওয়া ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছেন ।

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টায় তিনি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন আলোকচিত্রী শহিদুল আলম ও শহিদুল আলমের স্ত্রী অধ্যাপক রেহনুমা আহমেদ।

অভিযোগ থেকে জানা যায়, হাসিনা সরকারের পতনে দীর্ঘ ৫ বছর ৩ মাস পর গত ৭ আগস্ট মুক্তি পান মাইকেল চাকমা। ওইদিন ভোরের দিকে চট্টগ্রামের একটি স্থানে তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়।

এর আগে, ২০১৯ সালের ৯ এপ্রিল নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে সাংগঠনিক কাজ শেষে ঢাকায় ফেরার পথে গুমের শিকার হন মাইকেল চাকমা।

ইউপিডিএফের কেন্দ্রীয় সহসভাপতি নুতন কুমার চাকমা তার এক বিবৃতিতে বলেছিলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্দেশেই মাইকেল চাকমাকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর দীর্ঘ পাঁচ বছরের বেশি সময় ধরে তাকে বন্দি করে রাখা হয়েছিল।

Read Entire Article