গুলশান থেকে গাড়িসহ আবাসন ব্যবসায়ীকে অপহরণ
রাজধানীর গুলশানে দিনে দুপুরে এক ব্যবসায়ীকে অপহরণ করেছে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা। এরপর ওই ব্যবসায়ীর পরিবারের কাছে মুক্তিপণ দাবি করছে তারা। অপহৃত ব্যক্তি আইয়ুব খান একজন আবাসন ব্যবসায়ী।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে এই অপহরণের ঘটনা ঘটে। এই ঘটনায় মো. রিপন নামে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহম্মেদ কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি কালবেলাকে বলেন, অপহরণের আগে ওই ব্যবসায়ীর গাড়িচালককে কয়েকজন ব্যক্তি জোর করে গাড়ি থেকে নামিয়ে দেয়। তারপর সেই ব্যবসায়ীকে নিয়ে তারই গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা। আমরা মো. রিপন নামে একজন সন্দেহভাজনকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। গাড়ি এবং অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারের চেষ্টা চলছে।
ব্যবসায়ীকে অপহরণের ঘটনার পেছনে কোনো কারণ জানা গেছে কি না- এমন প্রশ্নের জবাবে গুলশান থানার ওসি বলেন, কারা কেন তাকে অপহরণ করেছে সেটা আমরা জানতে পারিনি।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে গুলশান-২ এর ডিসিসি মার্কেটের সামনে থেকে অপহরণকারীরা আইয়ুব খান তুলে নিয়ে যায়। আইয়ুব খানের ব্যবসায়িক অংশীদার তানজির রহমান বলেন, ব্যক্তিগত কাজে আইয়ুব খান মঙ্গলবার দুপুরে গুলশানে আসেন। কাজ শেষে ডিসিসি মার্কেটের সামনে নিজের গাড়িতে ওঠার সময় কয়েকজন ব্যক্তি তার গাড়ি চালককে মারধোর করে গাড়ি থেকে নামিয়ে দেয়। এরপর গাড়িটি নিয়ন্ত্রণে নিয়ে বনানীর দিকে রওনা হন তারা।
তানজির বলেন, বিষয়টি জানাজানির পর পরিবারের লোকজন আইয়ুব খানের মোবাইলে ফোন করলে দুর্বৃত্তরা ফোন ধরে প্রথমে ১০ লাখ টাকা এবং পরে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।