গুলশান-মহাখালীর ফুটপাত থেকে দেড় শতাধিক ঘর-দোকানপাট উচ্ছেদ

2 hours ago 5

রাজধানীর গুলশান-২ ও মহাখালী এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সোমবার (১০ নভেম্বর) এই অভিযানে দেড় শতাধিক ঘর ও দোকানপাট উচ্ছেদ করে ডিএনসিসি।

রাজধানীর গুলশান-২ ও মহাখালী এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন

গুলশান-২ এর ৭৫ নম্বর সড়ক ও আশপাশের এলাকা এবং মহাখালীর ওয়্যারলেস গেট এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডিএনসিসির আঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জুলকার নায়ন।

উচ্ছেদ অভিযানে ১৫০টিরও বেশি ঘর ও দোকান অপসারণ করে প্রায় দুই কিলোমিটার ফুটপাত দখলমুক্ত করা হয়। নগরের সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএসসিসি।

এমএমএ/ইএ/জেআইএম

Read Entire Article