রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে এক যুবককে হত্যা করা হয়েছে। নিহত যুবকের নাম সুমন (৩৫)। তিনি ইন্টারনেট সংযোগের ব্যবসা করতেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৯টার দিকে গুলশান পুলিশ প্লাজার সামনে এই ঘটনা ঘটে। গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান নিহতের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে প্রতিপক্ষ তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
তবে নিহতের ব্যাপারে আর কোনো তথ্য জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।
স্থানীয়রা জানায়, সুমনের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করা হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখান কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সুমনের গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর থানার পায়রাবন্দ ইউনিয়নের সালাইপুরে। তার বাবার নাম মাহফুজুর রহমান। স্ত্রী ও দুই সন্তান নিয়ে রাজধানীর মহাখালী এলাকায় ভাড়া বাসায় থাকতেন সুমন। রাজধানীর মহাখালী এলাকায় একসময় ইন্টারনেট সংযোগের বড় ব্যবসায়ী ছিলেন তিনি।
টিটি/এএমএ