গুলিবিদ্ধ হওয়ার ১০ দিন পর রংমিস্ত্রির মৃত্যু

1 month ago 13

রাজধানীর রামপুরা পলাশবাগ এলাকায় গুলিবিদ্ধ হওয়ার ১০ দিন পর মো. বাবুল হাওলাদার (৫০) নামে এক রংমিস্ত্রির মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার (২৯ জুলাই) ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাতিরঝিল থানার পুলিশের উপ-পরিদর্শক আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, জানতে পেরেছি গত শুক্রবার (১৯ জুলাই) কোটাসংস্কার আন্দোলনে সংঘর্ষে ঘটনায় তিনি গুলিবিদ্ধ হন। এরপর তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আরও পড়ুন>

নিহতের ছেলে পারভেজ হাওলাদার জানান, আমার বাবা একজন রংমিস্ত্রি। গত শুক্রবার নামাজ শেষ করে রামপুরা পলাশবাগ এলাকায় রাস্তা পারাপারের সময় বাবা গুলিবিদ্ধ হন। খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে রামপুরার বেটার লাইফ হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বাবা মারা যান।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানায়।

কাজী আল আমিন/এসআইটি/এএসএম

Read Entire Article