গৃহশিক্ষকের হাত ধরে পালালেন ছাত্রীর মা, থানায় অভিযোগ

3 months ago 30

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় গৃহশিক্ষক শিক্ষার্থীর মাকে নিয়ে পালানোর ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। চারদিন ধরে তাদের খোঁজ পাচ্ছেন না পরিবারের লোকজন।

মঙ্গলবার (২ জুলাই) উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পলাতক নারী কাকলি রানীর স্বামী অমল ভুইমালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত গৃহশিক্ষক শিক্ষক আলামিন (২৪) উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর সবজি বাজার এলাকার ওসমান আলীর ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, আলামিন নামের এই শিক্ষক অমল ভুইমালির দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশু কন্যা অর্পনা রায় অনুরাধাকে প্রাইভেট পড়াতো। এরই একপর্যায়ে ভুক্তভোগী অমল ভুইমালির স্ত্রীর সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে ওই শিক্ষক। বিষয়টি টের পেয়ে ভুক্তভোগী অমল ভুইমালি সপ্তাহ দুই পূর্বে ওই শিক্ষককে তার মেয়েকে পড়াতে নিষেধ করে দেয়। এরপর গত ২ জুলাই সন্ধ্যার পর ওই শিক্ষক আলামিন ছাত্রীর মা কাকলি রানীকে নিয়ে পালিয়ে যায়। হিন্দু নারীকে নিয়ে মুসলমান ছেলে নিরুদ্দেশ হওয়ায় বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ভুক্তভোগী অমল ভুইমালি বলেন, আমার স্ত্রীকে নিয়ে প্রাইভেট শিক্ষক পালিয়েছে। আমি থানায় অভিযোগ দিয়েছি। থানা পুলিশ চার দিনেও আমাকে কোনো সহযোগিতা করলো না। আমার স্ত্রীকেও খুঁজে পাইনি। শিশু কন্যাকে নিয়ে বিপাকে আছি।

স্থানীয়রা বলেন, প্রাইভেট পড়াতে এসে যদি ছাত্রীর মাকে নিয়ে শিক্ষক পালিয়ে যায়। আমরা তাহলে কাকে বিশ্বাস করবো? আমরা এর বিচার চাই।

আদিতমারী থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, অভিযোগ পেয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রবিউল হাসান লালমনিরহাট/এমআরএম

Read Entire Article