গৃহায়ন কর্তৃপক্ষের ১৫ বছরের আয়-ব্যয়ের হিসাব নিরীক্ষার নির্দেশ

3 months ago 42

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ের প্লট-ফ্ল্যাট হস্তান্তর বা বরাদ্দসহ আয়-ব্যয়ের হিসাব সংক্রান্ত যাবতীয় কার্যক্রমের নিরীক্ষা করার নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

নিরীক্ষা করার এ নির্দেশ দিয়ে সোমবার (১২ মে) অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরের পরিচালককে চিঠি পাঠিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বাজেট ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক জনস্বার্থে অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরকে কার্যপরিধি অনুসরণ করে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত সময়ের আয়-ব্যয়ের হিসাব (প্লট/ফ্ল্যাট হস্তান্তর/বরাদ্দ ইত্যাদিসহ) সংক্রান্ত যাবতীয় কার্যক্রমের নিরীক্ষা পরিচালনার জন্য অনুরোধ করা হলো।

কার্যপরিধি বা অনুসরণীয় বিষয় সম্পর্কে চিঠিতে বলা হয়, অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তর নিরীক্ষণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নিরীক্ষা পরিকল্পনা প্রণয়ন করবে। সেই মোতাবেক নিরীক্ষা কার্যক্রম সম্পাদন করবে। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ আইন-২০০০ এর সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে এ নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে। নিরীক্ষা পরিচালনার লক্ষ্যে গঠিত নিরীক্ষা টিমের সদস্যদের বিস্তারিত তথ্য (নাম, পদবি ইত্যাদি) মন্ত্রণালয়ে পাঠাতে হবে।

নিরীক্ষা পরিদপ্তরের পরিচালককে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, নিরীক্ষা কার্যক্রমের বিষয়ে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। তিন মাসের মধ্যে এ নিরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে হবে।

নিরীক্ষা শেষে অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তর বিস্তারিত প্রতিবেদন মন্ত্রণালয়ের সচিবের কাছে দাখিল করবে বলেও চিঠিতে জানানো হয়েছে।

আরএমএম/এএমএ/জিকেএস

Read Entire Article