রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের

2 hours ago 6

সিরাজগঞ্জের রায়গঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় রবিন সেখ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের সাহেবগঞ্জ বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিন সেখ একই উপজেলার নলকা ইউনিয়নের দত্তকুশা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়ক পারাপারের সময় বগুড়া থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে নিহত ব্যক্তির পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি পালিয়ে গেলেও শনাক্তের চেষ্টা চলছে।

এম এ মালেক/এমকেআর

Read Entire Article