গেমারদের জন্য বিশেষ ফিচার থাকছে এই ফোনে

4 months ago 11

স্মার্টফোন কথা বলা, সিনেমা দেখা কিংবা টাকা লেনদেন নানান কাজেই ব্যবহার করছেন। তবে একদল মানুষ আছেন যাদের কাছে স্মার্টফোন লেখার যন্ত্র। অনলাইনে গেম খেলতে ভালোবাসেন অনেকেই। এখানে বয়সের কোনো সীমাবদ্ধতাও নেই। আট থেকে আশি সব বয়সী মানুষ অনলাইনে গেম খেলেন।

তবে সব ফোনের কনফিগারেশনের সঙ্গে অনলাইনের গেম যায় না। অর্থাৎ খুব স্বাচ্ছন্দ্যে গেম খেলতে পারেন না। তবে এবার ইনফিনিক্স নতুন একটু ফোন আনছে বাজারে। যেখানে গেমারদের জন্য রয়েছে বিশেষ কিছু ফিচার। যা এই ফোনে অনলাইন গেম খেলা হবে আরও মজাদার।

ইনফিনিক্স জিটি ৩০ প্রো ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮৩৫০ আল্টিমেট চিপসেট রয়েছে। ফোনের ব্যাক প্যানেলে রয়েছে কাস্টোমাইজেবল এলইডি লাইট ডিজাইন। ৬.৭৮ ইঞ্চির ১.৫কে রেজোলিউশন যুক্ত অ্যামোলেড স্ক্রিন রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। অলওয়েজ অন ডিসপ্লে ফিচারের সাপোর্ট রয়েছে এই স্ক্রিনে। নিরাপত্তার জন্য এই ডিসপ্লেতে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৭আই প্রোটেকশন লেয়ার।

একটি ৪এনএম অক্টা-কোর প্রসেসর রয়েছে এই ফোনে। এছাড়াও পাবেন অ্যান্ড্রয়েড ১৫-র সাপোর্ট। এআই যুক্ত একাধিক ফিচারও রয়েছে ইনফিনিক্সের এই ফোনে।

১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার রয়েছে ইনফিনিক্স জিটি ৩০ প্রো ৫জি ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে। ফোনের ডিসপ্লের উপর ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও পাবেন ডুয়াল স্পিকারের সাপোর্ট।

ইনফিনিক্সের নতুন ৫জি ফোন একটি গেমিং ফোকাসড মডেল। গেমিং ফোনে ইউজারদের জন্য যা যা প্রয়োজনীয় যেমন- শোল্ডার ট্রিগার, XBoost গেমিং ইঞ্জিন, ৬ স্তরের থ্রিডি ভেপার কুলিং চেম্বার- এইসব ফিচারের সাপোর্ট রয়েছে ইনফিনিক্স জিটি ৩০ প্রো ৫জি ফোনে। এছাড়াও এই ফোনে রয়েছে ই-স্পোর্টস মোড।

এই গেমিং ফোনে ১০ ওয়াটের ওয়্যারড এবং ৫ ওয়াটের ওয়্যারলেস রিভার্স চার্জিং সাপোর্টও রয়েছে। ফোনের ওজন প্রায় ১৮৮ গ্রাম। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে এই ফোনে। ফোনে ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ওয়্যারড ও ৩০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে।

ইনফিনিক্স জিটি ৩০ প্রো ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ভারতে ২৪ হাজার ৯৯৯ রুপি। এছাড়াও এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৬ হাজার ৯৯৯ রুপি। ব্লেড হোয়াইট এবং ডার্ক ফ্লেয়ার-এই দুই রঙে পাওয়া যাবে ইনফিনিক্স জিটি ৩০ প্রো ৫জি ফোনটি।

সূত্র: গ্যাজেট ৩৬০

কেএসকে/জিকেএস

Read Entire Article