গোয়ালন্দে বাসচাপায় নিহত এক, আহত ৫

1 month ago 25

ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী গোয়ালন্দের মকবুলের দোকান এলাকায় যাত্রীবাহী এক‌টি বাসের চাপায় জাহাঙ্গির মোল্লা (৩৫) এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন।

এ ঘটনায় ভ্যানচালকসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠা‌নো হয়ে‌ছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মকবুলের দোকান সংলগ্ন নবুওছিমুদ্দিন পাড়া সরকারি প্রাথ‌মিক বিদ্যালয়ের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানের যাত্রী মো. জাহাঙ্গির মোল্লা রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের শমেসপুর গ্রামের সোনামুদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, হঠাৎ এক‌টি বাস ভ্যানটি‌কে চাপা দিলে ভ্যানের চালকসহ পাঁচ যাত্রী ছিট‌কে পড়ে এবং ভ্যান‌টি দুমড়ে মুচড়ে যায়। পরে দ্রুত তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে চি‌কিৎসক একজনকে মৃত ঘোষণা ক‌রেন।

আহলা‌দীপুর হাইও‌য়ে থানার ওসি ‌মো. শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাস‌টিকে শনাক্ত করা যায়নি। ত‌বে বাস‌টি দৌলত‌দিয়া থেকে ফ‌রিদপু‌রের দিকে গেছে। শনা‌ক্তের চেষ্টা চলছে এবং আহত দুজন ফ‌রিদপু‌রে চি‌কিৎসাধীন।

রু‌বেলুর রহমান/এমআরএম

Read Entire Article