গোডাউন থেকে সাড়ে ১০ লাখ টাকার প্যাকেট দুধ চুরি

3 months ago 12

শরীয়তপুর সদরে রাতের আঁধারে গ্রিল কেটে গোডাউন থেকে শিশুদের ৭৯ কার্টুন প্যাকেট দুধ (বায়োমিল) চুরির অভিযোগ উঠেছে। যার বাজার মূল্য ১০ লাখ ৫৯ হাজার ৮৯৭ টাকা। 

মঙ্গলবার (২৭) দিবাগত রাতে উপজেলার কুড়াশী এলাকায় চুরির এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী এসএম নুরুল হুদা বাদী হয়ে সদরের পালং মডেল থানায় একটি অভিযোগ করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুড়াশী এলাকার দেলোয়ার হোসেন মৃধার বাড়ি ভাড়া নিয়ে ভিটালাক ডেইরি অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির পরিবেশক হিসেবে গোডাউন দিয়ে ব্যবসা করে আসছেন নুরুল হুদা। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে গোডাউন ঘর বন্ধ করে পাশের রুমে ঘুমাতে যান তিনি। পরে গোডাউন ঘরের পেছনের উত্তর পাশের বেলকনির গ্রিল কেটে ও জানালার থাইগ্লাসের লক ভেঙে গোডাউন ঘর থেকে শিশুদের প্যাকেট দুধ ৭৯ কার্টুন বায়োমিল অজ্ঞাত ব্যক্তিরা চুরি করে নিয়ে যায়। 

ভুক্তভোগী এসএম নুরুল হুদা অভিযোগ করে বলেন, আমি রাতে গোডাউন ঘর বন্ধ করে পাশের রুমে ঘুমাতে যাই। সকালে উঠে দেখি বেলকনির গ্রিল কেটে ও জানালার থাইগ্লাসের লক ভেঙে আমার গোডাউন ঘর থেকে ১০ লাখ ৫৯ হাজার ৮৯৭ টাকা বায়োমিল প্যাকেট চুরি হয়ে গেছে। চুরি হওয়ায় আমার অনেক ক্ষতি হয়েছে। প্রশাসনের কাছে আমার দাবি, চোরকে আটক করা হোক। আর চুরি হওয়া পণ্য যেন আমি ফেরত পাই। 

শরীয়তপুর সদরের পালং মডেল থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন কালবেলাকে বলেন, এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। পরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে।

Read Entire Article