মেয়েটা আজ, পুরো একদিন এক রাত্রি শেষে ট্রেনে করে বাড়ি ফিরছে, এই দৃশ্যে আছে কিছু অগ্ন্যাশয়ভেদী বেদনা ও বিলাপ—বোধ করি তা দেখা যাচ্ছে এবং পাঠও করা যাচ্ছে ঠিকঠাক!কিন্তু বাড়ি? বাড়ি মানে কী বসার ঘরে রাখা একখানা বিশাল তানপুরা—অনেক সুর, একটু একটু শৌর্য ও গোপন অথচ স্মৃতি হাতড়ালে শিরা উপশিরায় ব্যাখ্যাতীত আনন্দের স্রোত বয়ে যায়, এমন সব সঙ্গম? অথবা পেছনে গার্ডেন মতো জায়গাটায় অজস্র... বিস্তারিত