গোপনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান, নিশানায় পশ্চিমারা!

3 hours ago 4
সামরিক খাতে নজর বাড়িয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। দেশটি একের পর এক তাদের সামরিক খাতের উন্নয়নে নানা পদক্ষেপ নিচ্ছে। এবার গোপনে তারা পারমাণবিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে। এটি নিয়ে পশ্চিমাদেরও নিশানা করা যাবে।  গত শুক্রবার ( ৩১ জানুয়ারি) টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, গোপনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান। এ ক্ষেপণাস্ত্র তিন হাজার কিলোমিটার দূরের নিশানায় আঘাত হানতে পারবে। এটির নকশায় সহযোগিতা করেছে উত্তর কোরিয়া।  ইরানের জাতীয় প্রতিরোধ পরিষদের (এনসিআরআই) বরাতে টেলিগ্রাফের প্রদিবেদনে বলা হয়েছে, সংস্থাটি এর আগে তেহরানের গোপন ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। এছাড়া তারা বিপ্লবী গার্ড বাহিনীর ( আইআরজিসি) অস্ত্র কর্মসূচি বৃদ্ধিকরণের বিষয়েও তথ্য প্রকাশ করেছে।   এনসিআরআই মূলত ফ্রান্স ও আলবেনিয়াভিত্তিক একটি অরাজনৈতিক সংগঠন। এর মূল প্রতিষ্ঠানা মাসুদ রাজাবি এবং আবুল হাসান বানিসাদর। সংগঠনের মার্কিন প্রতিনিধি সোনা সামসামি বলেন, ইরানের শাসকরা পশ্চিমাদের নমনীয়তার আড়ালে পারমাণবিত অস্ত্র কর্মসূচি এগিয়ে নিচ্ছে। এটি বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।  তিনি বলেন, তেহরান আজকের মতো এত দুর্বল আর অসহায় কখনো ছিল না। এজন্য দেশটির শাষকরা দ্রুতই পারমাণবিক অস্ত্রের  উন্নয়ন ঘটাচ্ছে। অভ্যন্তরীণ হত্যাকাণ্ড, আঞ্চলিক অস্থিতিশীলতা এবং পারমাণবিক অস্ত্রের প্রসারে ইরানকে দায়ী করার সময় এখন।  প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুদ শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে  ক্ষেপণাস্ত্র নির্মাণ কেন্দ্রের কাজ চলছে। অর্গানাইজেশন ফর অ্যাডভান্সড ডিফেন্স রিসার্চ (এনপিএনডি) এবং আইআরজিসির মহাকাশ বাহিনীর বিশেষজ্ঞরা এ গবেষণা চালিয়ে যাচ্ছেন। সেখানে পারমাণবিক শক্তি সম্পন্ন ওয়ারহেড তৈরির কাজ চলছে। এটি জ্বালানি সম্পন্ন ঘাম-১০০ নামের একটি রকেটে যুক্ত করা হবে। ফলে তা তিন হাজার কিলোমিটার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে। ইরান পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবলে এটি সরাসরি গ্রীসের মতো ইউরোপীয় অঞ্চলে আঘাত হানতে সক্ষম হবে। এমনকি দেশটির শত্রুপক্ষ যেমন ইসরায়েলে হামলা চালানো আরও সহজতর হবে। 
Read Entire Article