গোপালগঞ্জে বাসের ধাক্কায় নিহত ২

3 weeks ago 10

গোপালগঞ্জে বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন। সোমবার (২ ডিসেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের বাস মালিক ইলিয়াস কাজী (৫৫)। তিনি পেশায় একজন বাস মালিক। অপরজন যশোর জেলার মনিরামপুরের মাসুম মিয়া (৪৫)। 

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জের কাশিয়ানী হাইওয়ে থানার এসআই মো. রোমান মোল্লা জানান, গোপালগঞ্জ থেকে কাশিয়ানীর ব্যাসপুরগামী মা এন্টারপ্রাইজ নামের একটি বাস গোপীনাথপুর শরীফপাড়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিল। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস দাঁড়িয়ে থাকা বাসটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে লোকাল বাসটি একটি বাইসাইকেলকে চাপা দিয়ে রাস্তার খাদে পড়ে যায়। ফলে ঘটনাস্থলেই সাইকেলচালক মাছুম মিয়া নিহত হন। এতে বাসের অন্তত ১০ যাত্রী আহত হন। 

খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। গুরুতর আহত ৪ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ইলিয়াস কাজীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।

Read Entire Article