গোপালগঞ্জে হিমাগারের অভাবে নষ্ট হচ্ছে টমেটো

1 day ago 8

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হিমাগারের অভাবে মাঠেই নষ্ট হচ্ছে হাজার হাজার টন টমেটো। ফলে উৎপাদন খরচও তুলতে পারছেন না চাষিরা।

উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, মাঠের পর মাঠ টমেটোতে ভরে আছে। কিন্তু সংরক্ষণের অভাবে অনেক টমেটো পচে যাচ্ছে। বাধ্য হয়ে পানির দরে টমেটো বিক্রি করতে হচ্ছে কৃষকদের।

কৃষক রহিম মিয়া জানান, এ বছর টমেটোর বেশ ভালো ফলন হয়েছে। কিন্তু হিমাগার না থাকায় আমরা সংরক্ষণ করতে পারছি না। অধিকাংশ টমেটো পচে যাচ্ছে। তাই কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি।

সালেহা বেগম নামের আরেক কৃষক বলেন, আমরা অনেক কষ্ট করে টমেটো চাষ করি। কিন্তু সংরক্ষণের অভাবে আমাদের সব পরিশ্রম পণ্ড হয়ে যায়। সরকার যদি আমাদের জন্য হিমাগারের ব্যবস্থা করত তাহলে আমরা অনেক উপকৃত হতাম।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম বলেন, চলতি বছর ১৩৪ হেক্টর জমিতে টমেটোর আবাদ করা হয়। যা থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয় প্রায় ৩৫০০ মেট্রিক টন। ফলন ভালো হলেও হিমাগারের অভাবে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

আরএইচ/এমএস

Read Entire Article