গোপালপুরে সরকারি ওএমএস চাল বিক্রি শুরু

টাঙ্গাইলের গোপালপুর পৌরসভায় সরকারি ওএমএস কর্মসূচির আওতায় স্বল্প মূল্যে চাল বিক্রি শুরু হয়েছে। খাদ্য অধিদপ্তরের উদ্যোগে এবং উপজেলা খাদ্য অধিদপ্তরের ও খাদ্য মন্ত্রণালয় বাস্তবায়নে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে দুটি বিক্রয় কেন্দ্রে এ কার্যক্রম চলছে। প্রতিদিন প্রতিটি কেন্দ্রে ১০০০ কেজি করে চাল বিক্রি করা হবে। এখানে প্রতি ব্যক্তি সর্বোচ্চ ৫ কেজি করে ১৫০ টাকা দরে চাল ক্রয় করতে পারবেন। সাধারণ মানুষের খাদ্যসঙ্কট মোকাবিলা এবং ন্যায্যমূল্যে খাদ্য সহায়তা নিশ্চিত করতেই এ উদ্যোগ। উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ, খাদ্য ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খান এবং খাদ্য উপ-পরিদর্শক মোহাম্মদ শফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ডিলার প্রবীর চন্দ্র চন্দ ও প্লাবন চন্দ্র চন্দ। চাল নিতে আসা উপকারভোগী ব্যক্তিরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। স্থানীয়দের মতে, এ উদ্যোগ সাধারণ মানুষের খাদ্য ব্যয় কিছুটা কমাতে সহায়ক হবে।

গোপালপুরে সরকারি ওএমএস চাল বিক্রি শুরু

টাঙ্গাইলের গোপালপুর পৌরসভায় সরকারি ওএমএস কর্মসূচির আওতায় স্বল্প মূল্যে চাল বিক্রি শুরু হয়েছে। খাদ্য অধিদপ্তরের উদ্যোগে এবং উপজেলা খাদ্য অধিদপ্তরের ও খাদ্য মন্ত্রণালয় বাস্তবায়নে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে দুটি বিক্রয় কেন্দ্রে এ কার্যক্রম চলছে।

প্রতিদিন প্রতিটি কেন্দ্রে ১০০০ কেজি করে চাল বিক্রি করা হবে। এখানে প্রতি ব্যক্তি সর্বোচ্চ ৫ কেজি করে ১৫০ টাকা দরে চাল ক্রয় করতে পারবেন। সাধারণ মানুষের খাদ্যসঙ্কট মোকাবিলা এবং ন্যায্যমূল্যে খাদ্য সহায়তা নিশ্চিত করতেই এ উদ্যোগ।

উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ, খাদ্য ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খান এবং খাদ্য উপ-পরিদর্শক মোহাম্মদ শফিকুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন ডিলার প্রবীর চন্দ্র চন্দ ও প্লাবন চন্দ্র চন্দ। চাল নিতে আসা উপকারভোগী ব্যক্তিরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। স্থানীয়দের মতে, এ উদ্যোগ সাধারণ মানুষের খাদ্য ব্যয় কিছুটা কমাতে সহায়ক হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow