গোবিন্দকে বিয়ে করতে চেয়েছিলেন রাভিনা ট্যান্ডন, দাবি সুনীতার

4 hours ago 3
তিন দশকেরও বেশি সময় ধরে দাম্পত্য জীবন পার করছেন বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজা। একসময় তারা ছিলেন আদর্শ দম্পতি হিসেবে পরিচিত। তবে সম্প্রতি তাদের নিয়ে বলিউডে ভেসে উঠেছে বিচ্ছেদের গুঞ্জন। সাম্প্রতিক সময়ে সুনীতার একক উপস্থিতি এবং বিভিন্ন সাক্ষাৎকারে দেওয়া বক্তব্য সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে।  সম্প্রতি প্রকাশিত এক পুরোনো সাক্ষাৎকারে সুনীতা খোলামেলা ভাবে তাদের দাম্পত্য জীবনের নানা দিক তুলে ধরেন। হিন্দি রাশ-কে দেওয়া সেই সাক্ষাৎকারে তিনি বলেন, “অভিনেত্রী রাভিনা ট্যান্ডন একবার মজা করে গোবিন্দকে বলেছিলেন— ‘ইশ, আগে যদি তোকে আমি পেতাম, তাহলে তোকে-ই বিয়ে করতাম।” এ প্রসঙ্গে সুনীতা রসিকতা করে বলেন— “তার এমন প্রতিক্রিয়ায় আমি বলেছিলাম, ‘নিয়ে যা। আমার তাতে কিছুই যায়- আসে না।” এরপর তিনি জানান, জীবনের প্রথম দিকে এ ধরনের কথা তাকে খুব একটা ভাবাত না। তবে বয়স বাড়ার পর তার মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। সুনীতার মতে, ‘আগে হেসে উড়িয়ে দিতাম। কিন্তু এখন ৬০ পার হওয়ার পর একটু ভয় হয়।’ এই সাক্ষাৎকারে গোবিন্দের পরিবর্তন নিয়েও কথা বলেন সুনীতা। তিনি বলেন, ‘আগে তো এসব কিছুই করত না। চুপচাপ শুধু কাজ নিয়ে থাকত। সম্পর্ক করার সময়ই পেত না। তবে বর্তমানে বিষয়টি উল্টো। কারণ এখন তিনি অনেকটা সময় বাড়িতেই কাটান। এখন তো ভয় লাগে, সারাক্ষণ ফাঁকা বসে থাকে, যদি কিছু করে ফেলে।’ সাক্ষাৎকারে উঠে আসে তাদের দ্য কপিল শর্মা শো-তে উপস্থিতির অভিজ্ঞতাও। সুনীতা জানান, মজার ছলে তিনি সবসময় বলতেন— ‘ও কিছুই করে না।’ তবে একইসঙ্গে তিনি গোবিন্দকে সতর্কও করেছিলেন, যাতে এই কথাগুলোকে ভুলভাবে না নেন। তার ভাষায়, ‘আমি বলেছিলাম, জীবনে এমন কিছু কোরো না, যাতে আমাকে পরে আফসোস করতে হয়।’ এই দম্পতির বিচ্ছেদের বিষয়টি সামনে আসার পর সাক্ষাৎকারটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
Read Entire Article