কক্সবাজারে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আইনজীবীসহ নিহত ২

2 hours ago 2
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।  রোববার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার মহাসড়কের রামু স্বপ্নতরী পার্ক সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রামু থানার ওসি মো. তৈয়বুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মারসা পরিবহনের বাসটি কক্সবাজার থেকে চট্টগ্রামে যাচ্ছিল। আর মাইক্রোবাসটি বিপরীত দিক থেকে আসছিল। পথিমধ্যে স্বপ্নতরী পার্ক এলাকায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। যাতে ভেতরে থাকা কয়েকজন যাত্রী চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। দুর্ঘটনাস্থলে পাওয়া পরিচয়পত্র থেকে জানা যায়, নিহতের একজন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইয়াসিন আহমেদ। স্বপ্নতরী পার্কের এক কর্মচারী বলেন, ‘হঠাৎ বিকট শব্দ শুনতে পেয়ে দেখি মাইক্রোবাস খাদে পড়ে গেছে। গাড়ির ভেতরে একজন প্রাপ্তবয়স্ক ও একটি শিশু আটকে ছিল।’ আরেক প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনার প্রায় দুই ঘণ্টা পর গাড়ির নিচে একটি শিশুকে চাপা অবস্থায় পড়ে থাকতে দেখি। খবর পেয়ে রামু থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে স্থানীয়দের অভিযোগ, উদ্ধার কার্যক্রম বিলম্বিত হওয়ায় দীর্ঘসময় পরও শিশুটিকে উদ্ধার করা যায়নি। ওসি মো. তৈয়বুর রহমান জানান, আহত চারজনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে ভর্তি করা হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
Read Entire Article