গোরস্তানের কবর খুঁড়ে কঙ্কাল চুরি করেন তারা

2 weeks ago 17

ময়মনসিংহের মুক্তাগাছায় কঙ্কাল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে কবর খুঁড়ে তুলে আনা মানবদেহের কঙ্কাল উদ্ধার করা হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে এদিন ভোরে মুক্তাগাছা পৌরসভা গেটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার মৃত আক্কেল আলীর ছেলে মো. রুবেল মিয়া (২৪) ও জামালপুর জেলার মৃত মোছলেম উদ্দিনের ছেলে মো. মনিরুজ্জামান মনির (২৫)। তারা বিভিন্ন এলাকায় গোরস্তানথেকে কঙ্কাল চুরি করে বিক্রি করতেন।

পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরেই এই উপজেলার বিভিন্ন গোরস্তান থেকে কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনার খবর পাওয়া যায়। রোববার ভোর ৫টার দিকে মুক্তাগাছা পৌরসভা গেটের সামনে বস্তায় করে কঙ্কাল নিয়ে পাচারের উদ্দেশ্যে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন ওই দুইজন। তখন তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ তাদের কাছে থাকা বস্তায় মানুষের কঙ্কাল দেখতে পেয়ে তাদের গ্রেফতার করে। এসময় তাদের বহন করা বস্তায় দুজন মানুষের মাথার খুলি, হাত ও পায়ের হাড় ২৪টি, পাজরের হাড় ৩০টি, কোমরের হাড় ৪টি, মেরুদণ্ডেরর নিচের হাড় ২টি, কাঁধের হাড় ৪টি, থুতনি/চোয়ালের হাড় ২টি, মেরুদণ্ডের হাড়/কশোরুকা ৩২টি, হাত ও পায়ের আঙুলের হাড় ২২টি, হাত ও পায়ের জয়েন্ট/গিরা অংশ বিশেষ ১৬টি পাওয়া যায়।

এ বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, এরা কঙ্কাল চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি থানা, ঢাকার রেলওয়ে থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। কঙ্কাল নিয়ে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন তারা।

কামরুজ্জামান মিন্টু/এফএ/জেআইএম

Read Entire Article