গোল দিয়ে বছর শুরু রোনালদোর, জিতলো আল নাসরও

5 hours ago 6

নতুন বছরের শুরুটা দারুণই হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। বছরের প্রথম ম্যাচে আল নাসরের জয়ে অবদান রাখতে পেরেছেন পর্তুগিজ সুপারস্টার। ২০২৫ সালের উদ্বোধনী ম্যাচে আল উখদুদকে ৩-১ গোলে হারিয়েছে আল নাসর। সৌদি প্রো লিগের ম্যাচটিতে রোনালদোদের দলের হয়ে জোড়া গোল করেছেন সাদিও মানে।

গতকাল বৃহস্পতিবার রাতে আল নাসরের ঘরের মাঠ আল আওয়াল পার্কে প্রথমে গোল করে আল উখদুদ। ম্যাচের ৫ মিনিটে স্বাগতিক দলের জালে বল ফেলেন উখদুদের স্যাভিয়ার গডউইন। ম্যাচে ফিরতে বেশি দেরি করেনি আল নাসর। ২৯ মিনিটে সেনেগাল ফরোয়ার্ড সাদিও মানের গোলে ১-১ সমতায় ফেরে স্বাগতিকরা।

৪২ মিনিটে আল নাসরকে লিড (২-১) এনে দেন রোনালদো। পর্তুগিজ তারকা গোলটি করেন পেনাল্টি থেকে। ৮৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন মানে। এতে ৩-১ তে এগিয়ে যায় আল নাসর।

দুর্দান্ত জয়ে সৌদি প্রো লিগের টেবিলের তৃতীয়স্থানে উঠে গেছে আল নাসর। ১৪ ম্যাচে নজদের রাইডদের পয়েন্ট ২৮। ১৩ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের নেতৃত্ব দিচ্ছে আল ইত্তিহাদ। তাদের সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আল হিলাল।

এমএইচ/এমএস

Read Entire Article