গোল্ডেন গ্লোব ২০২৫ : মনোনয়নে এগিয়ে যারা

2 weeks ago 9

মুক্তির পর থেকেই বেশ আলোচনায় রয়েছে ‌‘এমিলিয়া পেরেজ’ সিনেমাটি। এবার ২০২৫ সালের গোল্ডেন গ্লোব পুরস্কারে ১০টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়ে চমক দেখিয়েছে। জ্যাক অডিয়ার্ডের মাদক কার্টেল নিয়ে তৈরি আকর্ষণীয় মিউজিক্যাল ফিল্মটি সর্বাধিক মনোনয়ন অর্জন করেছে।

যার মধ্যে সেরা মুভি- মিউজিক্যাল অথবা কমেডি, সেরা পরিচালক (অডিয়ার্ড), পার্শ্ব চরিত্র (সেলেনা গোমেজ এবং জোই সালদানা), সেরা অভিনেত্রী (কারলা সোফিয়া গাসকন) ক্যাটাগরিগুলো উল্লেখ্য।

এর কাছাকাছি রয়েছে ব্র্যাডি করবেটের উচ্চাকাঙ্খী ড্রামা ‘দ্য ব্রুটালিস্ট’। এ ছবিটি সাতটি নোমিনেশন অর্জন করেছে। এরপরই রয়েছে ফোকাস ফিচার্সের ‘কনক্লেভ’ ছবিটি। এটি ছয়টি মনোনয়ন অর্জন করেছে।

এছাড়াও ‘আনোরা’, ‘চ্যালেঞ্জার্স’, ‘এ রিয়েল পেইন’ এবং ব্লকবাস্টার ‘উইকেড’ ছবিগুলোও একাধিক ক্যাটাগরিতে মনোনয়ন পেয়ে পুরস্কার জয়ের দৌড়ে এগিয়ে আছে। ‘দ্য সাবস্ট্যান্স’ ছবিটিও সেরা মিউজিক্যাল অথবা কমেডি, সেরা অভিনেত্রী এবং সেরা পরিচালক বিভাগে মনোনয়ন পেয়েছে।

এই বছর সেবাস্টিয়ান স্ট্যান অত্যন্ত উল্লেখযোগ্য পারফরম্যান্স দিয়েছেন ‘এ ডিফরেন্ট ম্যান’ ছবিতে। এতে অভিনয়ের জন্য তিনি কমেডি/মিউজিক্যাল সিনেমার সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন। পাশাপাশি ‘দ্য অ্যাপ্রেন্টিস’ ছবির জন্য ড্রামা ক্যাটাগরিতে সেরা অভিনেতা হিসেবে মনোনীত হয়েছেন।

‘টাইটানিক’খ্যাত কেট উইন্সলেটও দুটি মনোনয়ন পেয়েছেন। এর একটি ‘লি’ ছবির জন্য সেরা প্রধান অভিনেত্রী এবং আরেকটি শর্ট সিরিজ ‘দ্য রেজিম’র জন্য সেরা অভিনেত্রী বিভাগ। সেলেনা গোমেজকে ‘এমিলিয়া পেরেজ’ এবং ‘ওনলি মর্ডার্স ইন দ্য বিল্ডিং’ ছবি দুটির জন্য দুই বিভাগে মনোনয়ন দেয়া হয়েছে।

টেলিভিশনে ‘দ্য বেয়ার’ পাঁচটি মনোনয়ন নিয়ে এগিয়ে আছে। একাধিক বিভাগে মনোনয়ন পাওয়া অন্যান্য সিরিজগুলোর মধ্যে রয়েছে ‘ওনলি মর্ডার্স ইন দ্য বিল্ডিং’ এবং ‘শোগান’, ‘নোবডি ওয়ান্টস দিস’।

এই বছর নতুন কিছু ক্যাটাগরি যোগ করেছে গোল্ডেন গ্লোব কর্তৃপক্ষ। সেগুলো হলো ‘স্ট্যান্ড-আপ কমেডি স্পেশ্যালসে অচিভমেন্ট’। এই বিভাগে মনোনয়ন পেয়েছেন জেমি ফক্স, নিকি গ্লাসার এবং সেথ মেয়ার্স। ‘গ্লোবাল বক্স অফিসে অচিভমেন্ট’ বিভাগে ‘উইকেড’, ‘গ্ল্যাডিয়েটর II’ এবং ‘ইনসাইড আউট ২’ সিনেমাগুলো মনোনয়ন পেয়েছে।

এক নজরে মনোনয়নের তালিকায় চোখ রাখা যাক -

সেরা মুভি (ড্রামা)
দ্য ব্রুটালিস্ট, কনক্লেভ, ডিউন: পার্ট টু, নিকেল বয়স।

সেরা মুভি (মিউজিক্যাল বা কমেডি)
আনোরা, চ্যালেঞ্জার্স, এমিলিয়া পেরেজ, উইকেড।

সেরা অভিনেত্রী (ড্রামা)
কেট উইন্সলেট, পামেলা অ্যান্ডারসন, নিকোল কিডম্যান।

সেরা অভিনেত্রী (মিউজিক্যাল বা কমেডি)
কারলা সোফিয়া গাসকন (এমিলিয়া পেরেজ)
এমি অ্যাডামস (নাইটবিচ)
সিনথিয়া এরিভো (উইকেড)

সেরা অভিনেতা (ড্রামা)
অ্যাড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)
রালফ ফায়েন্স (কনক্লেভ)
সেবাস্টিয়ান স্ট্যান (দ্য অ্যাপ্রেন্টিস)

সেরা পরিচালক (মুভি)
জ্যাক অডিয়ার্ড (এমিলিয়া পেরেজ)
ব্র্যাডি করবেট (দ্য ব্রুটালিস্ট)
কোরালি ফার্জিয়াট (দ্য সাবস্ট্যান্স)

সেরা অভিনেত্রী (টেলিভিশন ড্রামা)
কেরি রাসেল (দ্য ডিপ্লোম্যাট)
এমা ডারসি (হাউস অফ দ্য ড্রাগন)
আন্না সাওয়াই (শোগান)

সেরা অভিনেতা (টেলিভিশন ড্রামা)
গ্যারি অল্ডম্যান (স্লো হর্সেস)
জেক গিলেনহাল (প্রেজিউমড ইনোসেন্ট)
ডোনাল্ড গ্লোভার (মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ)

সেরা টেলিভিশন সিরিজ (মিউজিক্যাল বা কমেডি)
দ্য বেয়ার, ওনলি মর্ডার্স ইন দ্য বিল্ডিং, অ্যাবট এলিমেন্টারি।

এলএ/এএসএম

Read Entire Article